AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Scam: এই 6 কায়দায় আপনার টাকা লুঠ করে প্রতারকরা, মাথায় রাখুন চারটি জরুরি কথা

সাইবার জালিয়াতি কত ধরনের হতে পারে, কীভাবে মানুষের কষ্টার্জিত অর্থ চুরি করতে প্রতারকরা ফাঁদ পেতে থাকে, তা নিয়েই সতর্ক করা হয়েছে দেশবাসীকে। আজ আমরা জেনে নেব সাইবার জালিয়াতির ছয়টি ভিন্ন পদ্ধতি সম্পর্কে। কী করে সেই প্রতারণা থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে পারেন, জেনে নেব তারও কিছু কৌশল।

Online Scam: এই 6 কায়দায় আপনার টাকা লুঠ করে প্রতারকরা, মাথায় রাখুন চারটি জরুরি কথা
সাবধান না হলেই বিপদ!
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 7:09 PM
Share

প্রতি বছর অক্টোবরে দেশে সাইবার সচেতনতা মাস পালিত হয়। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ব্যবহারকারীদের সাইবার জালিয়াতি থেকে রক্ষা করতে কিছু টিপস দিয়েছে ভারত সরকারের নোডাল সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In। সাইবার জালিয়াতি কত ধরনের হতে পারে, কীভাবে মানুষের কষ্টার্জিত অর্থ চুরি করতে প্রতারকরা ফাঁদ পেতে থাকে, তা নিয়েই সতর্ক করা হয়েছে দেশবাসীকে। আজ আমরা জেনে নেব সাইবার জালিয়াতির ছয়টি ভিন্ন পদ্ধতি সম্পর্কে। কী করে সেই প্রতারণা থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে পারেন, জেনে নেব তারও কিছু কৌশল।

OTP-র মাধ্যমে প্রতারণা

OTP অর্থাৎ ওয়ান-টাইম পাসওয়ার্ড জালিয়াতি ইদানিংকালে ব্যাপক হারে বেড়ে গিয়েছে। সাধারণ ছাপোষা মানুষের কাছ থেকে অত্যন্ত কৌশলে স্ক্যামাররা OTP নিয়ে নেয়। তারপর সেটিকে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন হিসেবে ব্যবহার করে। শুধু তাই নয়। আরও একাধিক উপায়ে ব্যবহৃত হয় হাতিয়ে নেওয়া ওটিপিগুলি। এখন আপনি যদি আপনার ফোনে আসা সেই OTP কাউকে দেন, তাহলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে।

UPI মানি রিকোয়েস্ট ফ্রড

UPI মানি রিকোয়েস্ট ফ্রডও হালফিলে প্রতারণার অত্যন্ত সাধারণ একটা ধরন। এর মাধ্যমে স্ক্যামাররা সাধারণ মানুষের কাছে মানি রিকোয়েস্ট পাঠায়, যা ভুয়ো কিন্তু বাস্তব বলে মনে হয়। অর্থাৎ আপনি ছোট্ট একটা কাজ করবেন, আর তার দ্বারা মোটা টাকা রোজগার করবেন, ঠিক এমনতর টোপ। তারপরে স্ক্যামাররা আপনাকে ফোন করে রিকোয়েস্টের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে বলে। এখন আপনি প্রতারকের ফাঁদে পা দিলেই সব শেষ।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট

অনেক সময় আমরা এমন কিছু কল পেয়ে থাকি, যেখানে আমাদের ফাঁদে ফেলার জন্য ব্যক্তিগত এবং আর্থিক তথ্য চাওয়া হয়। প্রতারকরা ফোন করে সাধারণ মানুষকে বলে, কিছু সন্দেহজনক কার্যকলাপের জন্য তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। আর তখনই ব্যবহারকারীরা ভয় পেয়ে নিজেদের ব্যাঙ্কিং তথ্য প্রতারকের কাছে শেয়ার করে দেন। কিন্তু তা যে আখেরে কতটা বিপজ্জনক তার ধারণা করতে পারবেন না। সেখান থেকে আপনাকে কিছু ভুয়ে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হতে পারে, কখনও আবার সরাসরিই আপনার তথ্য কাজে লাগিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে প্রতারকরা।

KYC আপডেটের নামে প্রতারণা

ব্যাপক ভাবে KYC প্রতারণাও হচ্ছে। এই ধরনের প্রতারণায় ব্যাঙ্কের ম্যানেজারের ভেক ধরে সাধারণ মানুষকে ফোন করে প্রতারকরা। তারা বলে, কেওয়াইসি আপডেট করা হয়নি এবং ব্যবহারকারীরা বড় বিপদে পড়তে পারেন। এপরপরই আপনি ভয় পেয়ে আপনার বিভিন্ন তথ্য শেয়ার করে দেবেন। ব্যস! তারপর আর দেখে কে!

বিনামূল্যে আইফোন জালিয়াতি

এই তো কয়েক দিন আগেও যখন iPhone 15 লঞ্চ হল, সে সময়েও ব্যাপক জালিয়াতি হচ্ছিল। একাধিক ভাইরাল মেসেজে দাবি করা হচ্ছিল, পাঁচজনকে সম্পূর্ণ বিনামূল্যে iPhone 15 দেওয়া হবে। সেই মেসেজ আবার শেয়ারও করতে বলা হয়। মেসেজটিতে একটি করে লিঙ্ক দেওয়া হচ্ছিল। আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই ভারী বিদপ।

বিদ্যুৎ বিল পেমেন্ট

ইলেকট্রিসিটি বিল পেমেন্ট নিয়েও একাধিক জালিয়াতি হয়েছে। কখনও লিঙ্কে ক্লিক করে সরাসরি ইলেকট্রিক বিল পেমেন্ট করার মেসেজ, কখনও আবার বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত জরুরি বার্তা। সেই সব মেসেজে বলা হত, আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট না করলে আপনার কানেকশন কেটে দেওয়া হতে পারে। এই ধরনের মেসেজ কখনওই বিশ্বাস করা উচিত নয়।

এই সব প্রতারণা

1) কোনও ওয়েবসাইট যাচাই না করে তাতে ক্লিক করবেন না। ডোমেইন নেম থেকে শুরু করে ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বর, ইমেল আইডি, ইত্যাদি ভাল করে চেক করুন।

2) অযাচিত ইমেল, মেসেজ বা ফোন কল থেকে সতর্ক থাকুন। বিশেষ করে, কেউ যদি ব্যক্তিগত বা আর্থিক তথ্য জানতে চায়, তা উপেক্ষা করুন। চেক না করে মেসেজ বা ইমেলের কোনও লিঙ্কে ক্লিক করবেন না।

3) আপনার ক্রেডিট কার্ড, এটিএমের পাসওয়ার্ড কখনই ইমেল বা টেক্সট মেসেজের মাধ্যমে কারও সঙ্গে শেয়ার করবেন না।

4) সবশেষে সিকিওরিটি প্যাচ এবং অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার দিয়ে আপনার কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস আপডেট রাখুন।