AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বৈদ্যুতিক হোক বা গ্যাস গিজ়ার, সুবিধা-অসুবিধা দেখে তবেই কিনুন

Electric Geyser vs Gas Geyser:বাজারে কিন্তু এখন বৈদ্যুতিক গিজ়ারের সঙ্গে পাল্লা দিয়ে প্রচুর গ্যাস গিজ়ারও বিকচ্ছে। গ্যাস গিজ়ার সম্পর্কে জানেন না, এমন অনেকেই আছে। আসলে এটি এমন ধরনের গিজ়ার, যা চালাতে আপনার বিদ্যুতের প্রয়োজন নেই। ফলে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ারও চিন্তা নেই। কিন্তু গ্যাস গিজ়ার এবং বৈদ্যুতিক গিজ়ারের মধ্যে কোনটি ভাল, তা জেনে নিন।

বৈদ্যুতিক হোক বা গ্যাস গিজ়ার, সুবিধা-অসুবিধা দেখে তবেই কিনুন
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 2:38 PM
Share

শীতকালে আবার ঠান্ডা জলে স্নান হয় নাকি! যদিও অনেকেই আছেন, যতই শীত আসুক, তাদের কাবু করতে পারেন না। কিন্তু তাদের মধ্যে যারা একটু শীতকাতুরে, তাদের তো পুরো শীতকালটাই গরম হলে কেটে যায়। ফলে গিজ়ার অবধারিত। কতই বা বার বার গ্যাস জ্বালিয়ে গরম জল করতে ইচ্ছে করে বলুন তো! তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বৈদ্যুতিক গিজ়ার ভাল নাকি গ্যাস গিজ়ার? বাজারে কিন্তু এখন বৈদ্যুতিক গিজ়ারের সঙ্গে পাল্লা দিয়ে প্রচুর গ্যাস গিজ়ারও বিকচ্ছে। গ্যাস গিজ়ার সম্পর্কে জানেন না, এমন অনেকেই আছে। আসলে এটি এমন ধরনের গিজ়ার, যা চালাতে আপনার বিদ্যুতের প্রয়োজন নেই। ফলে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ারও চিন্তা নেই। কিন্তু গ্যাস গিজ়ার এবং বৈদ্যুতিক গিজ়ারের মধ্যে কোনটি ভাল, তা জেনে নিন। এখানে আপনাকে এই উভয় গিজারের অসুবিধা এবং সুবিধার কথাও জানানো হবে।

বৈদ্যুতিক এবং গ্যাস গিজ়ার উভয়েরই সুবিধা এবং অসুবিধা রয়েছে। তবে কোন গিজারটি আপনার জন্য সবচেয়ে ভাল হবে তা নির্ভর করে আপনার চাহিদা ও বাজেটের ওপর।

বৈদ্যুতিক গিজ়ারের সুবিধা:

  1. কম দামে ইলেকট্রিক গিজার কেনা যায়।
  2. এই গিজারের রক্ষণাবেক্ষণ সহজ।
  3. এতে কোনও দাহ্য পদার্থ থাকে না, তাই আগুনের ঝুঁকি কম।
  4. বিদ্যুৎ থাকলে আপনি এটিকে যে কোনও সময় ব্যবহার করতে পারবেন। আর জল গরম করে নিতে পারবেন।

বৈদ্যুতিক গিজ়ারের অসুবিধা:

  1. বৈদ্যুতিক গিজারে জল গরম হতে সময় লাগে।
  2. এই গিজারে আপনি একবারে কিছুটা জল গরম করতে পারবেন।
  3. এটি ব্যবহার করলে বেশি বিদ্যুৎ বিল আসতে পারে।

এত গেল বৈদ্যুতিক গিজ়ারের সুবিধা, অসুবিধার কথা। এবার আসা যাক গ্যাস গিজ়ারের সুবিধা ও অসুবিধায়।

গ্যাস গিজ়ারের সুবিধা:

  1. গ্যাস গিজার কিছুক্ষণের জন্য জল গরম হয়।
  2. এতে একবারে বেশি জল গরম করা যায়।
  3. এটি ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসার কোনও ব্যাপার নেই। কারণ এতে বিদ্যুতের প্রয়োজন হয় না।

গ্যাস গিজ়ারের অসুবিধা:

  1. ইলেকট্রিক গিজারের তুলনায় এসব গিজারের দাম কিছুটা বেশি। তবে সেই ট্যাঙ্কের সাইজের উপর নির্ভর করে।
  2. তাদের রক্ষণাবেক্ষণে খরচ বেশি হয়।
  3. এতে দাহ্য পদার্থ রয়েছে, তাই আগুনের ঝুঁকি বেশি।
  4. বিদ্যুৎ না থাকলেও কাজ করে, বিদ্যুতের প্রয়োজন হয় না।