আজকাল যে হারে জালিয়াতির পরিমাণ বেড়েছে, তাতে সব দিন থেকে সচেতন হওয়া খুব জরুরি। একটা ভুল সিদ্ধান্তই আপনার জীবনে বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। আর এখন তো আবার অনেক স্ক্যাম হোয়াটসঅ্যাপেও হয়। ফলে সেক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। কেউ হোয়াটসঅ্যাপের ফোন করে বা মেসেজ করে জালিয়াতির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। সমস্ত প্রমাণ সহ। কিন্তু সমস্যা একটাই। হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা যায় না। সেক্ষেত্রে প্রমাণ কোথায় পাবেন? তার জন্যও আপনাকে একটি কৌশল জানানো হবে। Android-এ ডিভাইসে WhatsApp কল রেকর্ড করার সবচেয়ে সহজ উপায় জেনে নিন।
অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ভয়েস কল কীভাবে রেকর্ড করবেন?
কল রেকর্ড করা উচিত কাজ নয়…
একটা জিনিস মাথায় রাখবেন, কারও ফোন কল রেকর্ড করা মোটেই ঠিক কাজ নয়। যদি করতেই হয়, সেক্ষেত্রে তার থেকে অনুমতি নিয়ে তবেই করুন। কারও কল রেকর্ড করার আগে আপনার রাজ্যের আইনি নিয়ম সম্পর্কে জানুন। তবে স্ক্যামারদের ক্ষেত্রে যদি প্রমাণ রূপে কাজে লাগানোর জন্য কল রেকর্ড করেন, তবে তা আলাদা বিষয়।