অনলাইনের অফার পছন্দ হচ্ছে না? এবার নিজের মতো দাম কমিয়ে কিনুন জিনিস
Online Shopping Tips: আপনি চাইলেই নিজে থেকে সেই জিনিসটার দাম আরও কিছুটা কমিয়ে নিতে পারেন। ভাবছেন তো কীভাবে সম্ভব? এর জন্য আপনাকে এমন কিছু টিপস দেওয়া হবে, যাতে আপনি পছন্দসই যে কোনও জিনিসের দাম নিজের মতো করে অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন।

সময় বাঁচাতে অনলাইনে দেদার শপিং করেন। সেই সঙ্গে অফারে সম্ভার তো আছেই। কিন্তু তা সত্ত্বেও এমন কিছু জিনিস থাকে, যেগুলিকে অনেক দিন ধরে উইশলিস্ট বা কার্টে রেখে দিয়েছেন। যতই আফার দেওয়া হোক না কেন, চাইছেন যেন আরও বেশি টাকা ছাড় পাওয়া যায়। এমনটা যে একেবারেই সম্ভব না, তা কিন্তু নয়। আপনি চাইলেই নিজে থেকে সেই জিনিসটার দাম আরও কিছুটা কমিয়ে নিতে পারেন। ভাবছেন তো কীভাবে সম্ভব? এর জন্য আপনাকে এমন কিছু টিপস দেওয়া হবে, যাতে আপনি পছন্দসই যে কোনও জিনিসের দাম নিজের মতো করে অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন।
ক্রেডিট কার্ড ব্যবহার করুন:
যখনই অনলাইনে কেনাকাটা করেন, নিশ্চয়ই ক্যাশ অন ডেলিভারি বা ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করেন। কিন্তু যদি সেই জিনিসে আরও বেশি ছাড় পেতে চান, তাহলে ক্রেডিট কার্ডের ব্যবহার করুন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যে কেন এমন করতে হবে। আসলে অনলাইন শপিং ওয়েবসাইটগুলি ক্রেডিট কার্ড কোম্পানিগুলির সঙ্গে ওভাবেই চুক্তি করে। ফলে খেয়াল করে দেখবেন ক্রেডিট কার্ডের সাহায্যে পেমেন্ট করলে তাতে বেশি ছাড় পাওয়া যাবে। এমন অফার দিয়ে থাকে।
ছুটির দিনে কেনাকাটা করবেন না:
অনেকে মনে করেন সপ্তাহান্তে অনলাইনে কেনাকাটা করলে বোধ হয় ভাল ডিসকাউন্ট পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো। সপ্তাহান্তে অর্থাৎ শনি-রবিবার ওয়েবসাইটে প্রচুর লোক একসঙ্গে শপিং করে। ফলে ছাড়ের পরিমান কম থাকে। যদি কোনও প্রোডাক্টে অনেক বেশি ছাড়চান, তাহলে সপ্তাহের বাকি দিনগুলিতে কেনাকাটা করুন।
EMI-তে জিনিস কিনুন:
আপনি যদি অনেক দামের কোনও জিনিস কেনার প্ল্যান করেন, তাহলে তার জন্য ইএমআই-এর অপশনটি বেছে নিতে পারেন। এতে একসঙ্গে অনেকটা টাকা দিতে হবে না। প্রতিমাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে।
