Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিন নম্বর না দিয়েই GPay বা PhonePe-র মাধ্যমে টাকা পাঠাবেন কীভাবে?

UPI Lite তাদের জন্য খুবই কার্যকর, যাঁরা কম টাকার এবং ঘনঘন পেমেন্ট করেন। খুব সুবিধাজনক পেমেন্ট পদ্ধতিটি আপনাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে টাকা পাঠাতে সাহায্য করবে। তার থেকেও বড় কথা হল আপনাকে কোনও পাসওয়ার্ড দিতে হবে না, কেবল একটাই ক্লিক করবেন আর টাকা পাঠানো হয়ে যাবে।

পিন নম্বর না দিয়েই GPay বা PhonePe-র মাধ্যমে টাকা পাঠাবেন কীভাবে?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 10:17 AM

কম টাকার লেনদেনের জন্য এখন বাজারে UPI Lite এসে গিয়েছে। অন্যান্য UPI ট্রানজ়াকশনে যেখানে টাকা পাঠানোর দৈনিক লিমিট 1 লাখ টাকা, সেখানে এই UPI Lite-এর মাধ্যমে একবারে মাত্র 200 টাকাই পাঠানো যায়। UPI Lite ব্যবহার করতে গেলে প্রথমে সেখানে কিছু টাকা রাখতে হবে, যা লিঙ্ক করা থাকবে ব্যাঙ্ক অ্যকাউন্টের সঙ্গে। অ্যাকাউন্টটি ঠিক যখনই সেট আপ করা হয়ে যাবে, ইউজাররা তাঁদের UPI Lite-এ 2,000 টাকা রাখতে পারবেন। দিনে এভাবে সর্বাধিক 4,000 টাকা পর্যন্ত রাখা যেতে পারে।

UPI Lite তাদের জন্য খুবই কার্যকর, যাঁরা কম টাকার এবং ঘনঘন পেমেন্ট করেন। খুব সুবিধাজনক পেমেন্ট পদ্ধতিটি আপনাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে টাকা পাঠাতে সাহায্য করবে। তার থেকেও বড় কথা হল আপনাকে কোনও পাসওয়ার্ড দিতে হবে না, কেবল একটাই ক্লিক করবেন আর টাকা পাঠানো হয়ে যাবে। আজ আমরা দেখে নেব, Google Pay, PhonePe এবং Paytm-এ কীভাবে UPI Lite সেটআপ করবেন এবং তারপরে ব্যবহার করবেন।

Google Pay-তে কীভাবে UPI Lite ব্যবহার করবেন?

1) প্রথমে Google Pay অ্যাপটি আপনার ফোন থেকে খুলুন।

2) আপনার প্রোফাইল পিকচারে ট্যাপ করুন, যা স্ক্রিনের উপরের ডান দিকের কর্নারেই দেখতে পাবেন।

3) Pay Pin Free UPI Lite অপশনে ট্যাপ করুন।

4) UPI Lite ব্যালান্সে টাকা যোগ করতে আপনাকে অনলাইনে যা নির্দেশ দেওয়া হচ্ছে, সেটি ফলো করুন। 2,000 টাকা পর্যন্ত যোগ করতে পারেন।

5) কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটা বেছে নিন।

6) টাকাটা যোগ করুন।

7) আপনার UPI Lite ব্যালান্সে টাকা যোগ করা হয়ে গেলেই আপনি 200 টাকা পর্যন্ত যে কোনও অ্যাকাউন্টে পাঠাতে পারবেন এবং তার জন্য UPI পিনও দিতে হবে না।

8) পেমেন্ট করার জন্য UPI Lite অপশনটি বেছে নিন এবং আপনার UPI PIN দিয়ে দিন। আপনার UPI Lite ব্যালান্স থেকেই টাকা কাটা হবে।

PhonePe-তে UPI Lite কীভাবে ব্যবহার করবেন?

1) প্রথমে আপনার ফোন থেকে PhonePe অ্যাপটি খুলুন।

2) ফোন পে অ্যাপের হোমস্ক্রিনে UPI Lite অপশনে ট্যাপ করুন।

3) এবার UPI Lite অপশনে ট্যাপ করুন।

4) অনস্ক্রিনে আপনাকে কী নির্দেশ দেওয়া হচ্ছে, তা ভাল করে পড়ে 2,000 টাকা পর্যন্ত আপনার UPI Lite ব্যালান্স যোগ করতে পারেন।

5) একবার আপনি UPI Lite ব্যালান্সে টাকা যোগ করলেই 200 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারেন, যার জন্য আপনাকে UPI PIN-ও দিতে হবে না।

Paytm-এ UPI Lite কীভাবে ব্যবহার করবেন?

1) ফোন থেকে Paytm অ্যাপটি খুলুন।

2) হোমপেজে গিয়ে ‘Introducing UPI Lite’ অপশনে ক্লিক করুন।

3) লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করুন।

4) টাকা যোগ করুন।

5) টাকা যোগ করা হয়ে গেলেই আপনি QR Code স্ক্যান করে বা মোবাইল নম্বর লিঙ্ক করে যে কাউকে টাকা পাঠাতে পারেন।

৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে শুধু মহাদেবের!
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
করোনার পর বিনিয়োগ শুরু, বাজার পড়ায় আতঙ্কে দেশের তরুণ প্রজন্ম?
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে
আপনার আছে নাকি এই শেয়ার? দুর্দান্ত ডিভিডেন্ড দিচ্ছে