AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paytm-এর সঙ্গে লিঙ্ক করুন আপনার ক্রেডিট কার্ড, দেখুন উপায়

UPI Credit Card: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI 2022 সালের জুন মাসে Paytm UPI প্ল্যাটফর্মের সঙ্গে RuPay ক্রেডিট কার্ড লিঙ্ক করার সুবিধা দিয়েছে। তবে এখনও অনেকেই এই বিষয়ে জানেন না। চলুন জেনে নেওয়া যাক Paytm-এর সঙ্গে কীভাবে ক্রেডিট কার্ড লিঙ্ক করবেন।

Paytm-এর সঙ্গে লিঙ্ক করুন আপনার ক্রেডিট কার্ড, দেখুন উপায়
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 8:45 AM
Share

আজকাল কয়েক সেকেন্ডেই UPI পেমেন্ট করা যায়। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে, তাহলে আপনি Paytm UPI আইডিতে ক্রেডিট কার্ড লিঙ্ক করতে পারবেন। এর মানে হল, আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে Paytm UPI পেমেন্ট করতে পারেন। তবে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে, তাহলেই আপনি এই সুবিধা পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI 2022 সালের জুন মাসে Paytm UPI প্ল্যাটফর্মের সঙ্গে RuPay ক্রেডিট কার্ড লিঙ্ক করার সুবিধা দিয়েছে। তবে এখনও অনেকেই এই বিষয়ে জানেন না। চলুন জেনে নেওয়া যাক Paytm-এর সঙ্গে কীভাবে ক্রেডিট কার্ড লিঙ্ক করবেন।

কীভাবে পেটিএম আইডিতে ক্রেডিট কার্ড লিঙ্ক করবেন?

  • প্রথমে আপনার ফোনে ‘Paytm অ্যাপ’ খুলুন এবং তারপর হোমপেজ থেকে ‘Link RuPay Card to UPI’-এ ক্লিক করুন।
  • আপনার কার্ড লিঙ্ক করার তালিকা থেকে আপনার ক্রেডিট কার্ড ব্যাঙ্ক সিলেক্ট করুন। অর্থাৎ এখানে আপনাকে বিভিন্ন ব্যাঙ্কের নাম দেখাবে। তবে আপনি যে ব্যাঙ্কের ক্রেডিট কার্ড লিঙ্ক করতে চান, সেটি বেছে নিন।
  • আপনার কার্ডের জন্য একটি UPI পিন সেট করুন।
  • তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন।

Paytm UPI-এর মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন?

  • দোকানের QR কোড স্ক্যান করুন এবং পেমেন্ট-এ ক্লিক করুন।
  • পেমেন্ট পৃষ্ঠায় আপনার লিঙ্ক করা ক্রেডিট কার্ড সিলেক্ট করুন।
  • আপনার UPI পিন লিখুন এবং পেমেন্ট করুন।
  • এইভাবে, যেকেউ তাদের ক্রেডিট কার্ড দিয়ে দ্রুত এবং সুরক্ষিত UPI পেমেন্ট করতে পারে। এর পাশাপাশি, আপনি Paytm-এ আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে যে কোনও ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে অনলাইন শপিং করতে পারবেন।