ইনস্টাগ্রামে এক ক্লিকে সর্বস্ব খোয়াচ্ছে মানুষ, মুহূর্তে হ্যাক হচ্ছে অ্যাকাউন্ট

Feb 16, 2024 | 9:40 AM

Instagram Copy Right Scam: আপনি যদি ব্রাউজারের মাধ্যমে Instagram ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন যে স্ক্যামাররা নকল লগ-ইন পেজও তৈরি করতে পারে। লিঙ্কটি যদি খুলেও ফেলেন, তাহলে সঙ্গে সঙ্গে URLটি চেক করুন। কোনও অজানা ব্যক্তির সঙ্গে Instagram ব্যবহারকারীর নাম, আইডি বা পাসওয়ার্ড শেয়ার করবেন না।

ইনস্টাগ্রামে এক ক্লিকে সর্বস্ব খোয়াচ্ছে মানুষ, মুহূর্তে হ্যাক হচ্ছে অ্যাকাউন্ট

Follow Us

অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে? আর ফলোয়ার্স বাড়ানোর জন্য একের পর এক পোস্ট করেন। এমনকী মেসেজে অপরিচিতদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথাও বলেন। আর এই সব কিছুকেই কাজে লাগাচ্ছে স্ক্যামাররা। প্রতারকরা এই অ্যাপের সাহায্য নিচ্ছে। ইনস্টাগ্রামে একটি নতুন কেলেঙ্কারি ধরা পড়েছে, যা মানুষের অ্যাকাউন্ট হ্যাক করছে। আসলে কীভাবে ঘটছে এই স্ক্যাম জেনে নিন।

কনটেন্টে কপিরাইট…

প্রতারকরা এখন এমন লোকদের টার্গেট করা শুরু করেছে, যারা ইনস্টাগ্রামে প্রচুর কনটেন্ট (ভিডিয়ো, রিল) পোস্ট করে। তারপরে স্ক্যামাররা যে কোনও একটি ভিডিয়ো বা রিলকে কেন্দ্র করে মেসেজ পাঠাচ্ছে। যেখানে বলা হচ্ছে, আপনার অ্যাকাউন্টে এমন কিছু রয়েছে, যা কপিরাইট আইন লঙ্ঘন করে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।”

তারপরে সেই ব্যক্তিকে একটি ফর্ম পাঠানো হচ্ছে। এই ফর্মটি পূরণ করার জন্য একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে অনেক বেশি ফলোয়ার রয়েছে এমন যে কোনও ব্যবহারকারী এই মেসেজটি দেখার পরে ভয়ে ফর্ম ফিলআপ করে ফেলছে। আর তারপরেই সেই অ্যাকাউন্ট হ্যাক করে ফেলা হচ্ছে। তাই ভুলেও এমন কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না।

এই ধরনের কেলেঙ্কারি এড়াতে কি করবেন?

ক্লিক করবেন না: ইনস্টাগ্রামে কোনও অজানা লিঙ্ক বা মেসেজে ক্লিক করবেন না।

বিস্তারিত শেয়ার করবেন না: কোনও অজানা ব্যক্তির সঙ্গে Instagram ব্যবহারকারীর নাম, আইডি বা পাসওয়ার্ড শেয়ার করবেন না।

অফিসিয়াল ওয়েবসাইটের ব্যবহার: আপনি যদি ব্রাউজারের মাধ্যমে Instagram ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন যে স্ক্যামাররা নকল লগ-ইন পেজও তৈরি করতে পারে। লিঙ্কটি যদি খুলেও ফেলেন, তাহলে সঙ্গে সঙ্গে URLটি চেক করুন।

দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ (Two-factor authentication): এমন অনেক অ্যাপ রয়েছে, যা ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণের অপশন রেখেছে। আপনি অ্যাপের সেটিংসে যান এবং এই ফিচারটি চালু করুন।

আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন?

আপনি যদি মনে করেন আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, অবিলম্বে Instagram সহায়তা দলের (support team) সঙ্গে যোগাযোগ করুন। ইনস্টাগ্রাম টিমকে জানান যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

Next Article