Jio-র নতুন স্কিম! জন্মতারিখ দিয়ে তৈরি হবে আপনার নতুন ফোন নম্বর, খরচ মাত্র 499 টাকা
Jio VIP Number: মাত্র 499 টাকা খরচ করলেই আপনি Jio-র ভিআইপি নম্বর বা আপনার পছন্দসই নম্বরটি পেয়ে যাবেন। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল, Jio-র প্রিপেড ও পোস্টপেড দুই ব্যবহারকারীর জন্যই এই সুবিধাটি নিয়ে আসা হয়েছে।
Reliance Jio অনেকেই ব্যবহার করেন। কিন্তু অনেকেই জানেন না যে, গ্রাহকরা চাইলে Jio-র পছন্দের মোবাইল নম্বর বেছে নিতে পারেন। তার জন্য বিরাট টাকা খরচ করতে হবে এমনটাও নয়। Jio-র ঝুলিতে রয়েছে VIP নম্বরের একটি সিরিজ়। সেই সিরিজ় থেকেই আপনি আপনার পছন্দের মতো একটি নম্বর বেছে নিতে পারেন। তবে এই সিরিজ় থেকে আপনি যে, সব নম্বরগুলোই আপনার পছন্দসই বাছতে পারবেন এমনটা নয়। সেই মোবাইল নম্বরের শেষ 4 থেকে 6টি নম্বর আপনি আপনার পছন্দসই বেছে নিতে পারবেন। এখন এই রিলায়েন্স জিও-র বিশেষ স্কিমে পছন্দসই নম্বর বা ভিআইপি নম্বর বেছে নিতে আপনাকে কিছু টিপস জেনে নিতে হবে।
Jio VIP নম্বরের জন্য কত টাকা খরচ হবে?
জানলে অবাক হবেন, মাত্র 499 টাকা খরচ করলেই আপনি Jio-র ভিআইপি নম্বর বা আপনার পছন্দসই নম্বরটি পেয়ে যাবেন। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল, Jio-র প্রিপেড ও পোস্টপেড দুই ব্যবহারকারীর জন্যই এই সুবিধাটি নিয়ে আসা হয়েছে। একবার 499 টাকা খরচ করার পর Jio VIP নম্বরের জন্য আপনাকে আর অতিরিক্ত কোনও অর্থ খরচ করতে হবে না।
আপনার পছন্দসই নম্বর বাছবেন কীভাবে?
পছন্দসই নম্বরের জন্য আপনাকে জন্মতারিখ, লাকি নম্বর এবং আপনার প্রিয় নম্বরের একটি সিকোয়েন্স বেছে নিতে হবে। এখানে প্রথমের দিকের চার বা ছয়টি নম্বর ঠিক করা থাকবে, আপনাকে কেবল শেষের চার বা ছয়টি নম্বর বাছতে হবে। এই প্রক্রিয়াটিকে মোবাইল নম্বর কাস্টমাইজ়েশনও বলা হয়।
পদ্ধতিটা শিখে নিন
* প্রথমে আপনাকে https://www.jio.com/selfcare/choice-number/ ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে চলে যান সেলফ কেয়ার বিভাগে।
* আপনার ফোনের MyJio অ্যাপ থেকেও সরাসরি এই ধাপটিতে চলে যেতে পারবেন।
* এরপরে চলে যান মোবাইল নম্বর সিলেকশন বিভাগে।
* ইতিমধ্যেই আপনার যে Jio নম্বরটি রয়েছে, সেটি লিখে দিতে হবে। এবার একটা ওটিপি আসবে, সেখান থেকে নম্বরটি যাচাই করতে হবে।
* এর পরে আপনাকে একটি নতুন নম্বর বেছে নেওয়ার অপশন দেওয়া হবে।
* এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী শেষ 4 থেকে 6টি মোবাইল নম্বর বেছে নিতে পারবেন।
* পছন্দসই নম্বরটি সিলেক্ট করতে আপনাকে যেতে হবে পেমেন্ট অপশনে।
* এখানে আপনাকে 499 টাকা দিতে হবে।
* পেমেন্ট করার 24 ঘণ্টার মধ্যেই আপনার নতুন ফোন নম্বরটি অ্যাক্টিভ হয়ে যাবে।