Smartphone Storage Tips: ফোনের স্টোরেজ বাঁচাতে ফটো-ভিডিয়ো ল্যাপটপে ট্রান্সফার করুন সেকেন্ডে, রইল সহজ উপায়
Smartphone Deta Transfer Tips: এটা খুবই সহজ কাজ। কিন্তু অনেকেই জানেন না, যে কীভাবে করতে হবে। এমনকী অনেক সময় সমস্ত ডেটা ঠিক করে ট্রান্সফার হয় না। চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন।
Smartphone Tips: আজকাল স্মার্টফোনগুলোয় যতই বেশি RAM আর স্টোরেজ দিক না কেন, একটা সময় পরে তা ভর্তি হয়েই যায়। তার একমাত্র কারণ হল প্রচুর পরিমাণে অ্যাপ, ফটো ও ভিডিয়ো। এসবের কারণে ফোনে স্টোরেজের সমস্যা হয়। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার মোবাইলের সমস্ত ডেটা ল্যাপটপে ট্রান্সফার করতে হয়। নাহলে ফোনে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। ফোন অনেক স্লো হয়ে যায়। কখনও কখনও আবার হ্যাংও করে। একটা সময় পরে ফোন একেবারেই কাজ করা বন্ধ করে দেয়। তখন ফোনের সমস্ত ছবি, ভিডিয়ো, দরকারী ডেটা মুছে যায়। এই সমস্যায় যাতে না পড়তে হয়, তার জন্য অনেকেই ফোনের সমস্ত ডেটা ল্যাপটপ বা কম্পিউটারে ট্রান্সফার করে নেয়। যদিও এটা খুবই সহজ কাজ। কিন্তু অনেকেই জানেন না, যে কীভাবে করতে হবে। এমনকী অনেক সময় সমস্ত ডেটা ঠিক করে ট্রান্সফার হয় না। চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন।
ইউএসবি পোর্ট ব্যবহার করুন:
আপনি যদি ফোন থেকে আপনার ল্যাপটপে ডেটা ট্রান্সফার করতে চান, তবে তা USB এর মাধ্যমে করতে পারেন। USB এর সাহায্যে খুব সহজেই আপনি ছবি এবং ভিডিয়ো উভয়ই শেয়ার করতে পারবেন। আপনি চাইলে ডাটা কেবলের জন্য মোবাইল চার্জার ক্যাবল ব্যবহার করতে পারেন। এর জন্য, আপনার ফোন এবং ল্যাপটপকে USB কেবল দিয়ে কানেক্ট করুন। তারপরে আপনি ল্যাপটপেই দেখে নিতে পারবেন, কোন কোন ছবি, ভিডিয়ো, আপনার ফোনের কোন ফোল্ডারে রয়েছে। আর সেখান থেকে আপনি সিলেক্ট করে সহজেই ডেটা ট্রান্সফার করে নিতে পারবেন।
ক্লাউড ড্রাইভের মাধ্যমে কীভাবে ডেটা ট্রান্সফার করবেন?
আজকাল অনেকেই ক্লাউড ড্রাইভ ব্যবহার করেন। এটি ফটো এবং ভিডিয়ো শেয়ার করার সবচেয়ে সহজ উপায়। যদি আপনার ফোনে এটি না থাকে, তাহলে আপনি Google Drive বা Google Photos ব্যবহার করতে পারেন। আপনি কোন কেবল ছাড়া এই কাজ করতে পারেন। শুধু এর জন্য আপনাকে ড্রাইভে আপনার ছবি-ভিডিয়ো আপলোড করতে হবে।
কীভাবে ক্লাউড ড্রাইভে ফটো এবং ভিডিয়ো আপলোড করবেন?
এর জন্য প্রথমে আপনার ফোনে গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটি খুলুন। এর পরে আপনি যে ফটো-ভিডিয়ো আপলোড করতে চান, তা সিলেক্ট করুন। এখন আপলোড অপশনে ক্লিক করুন। আপলোড করা ফাইলগুলি My Drive-এ সেভ করুন।