বিমানে উঠলেই ফোনটিতে ফ্লাইট মোডে রাখতে বলা হয়। কেন বলা হয়? তার একটাই কারণ। যাতে আমাদের মোবাইলের সিগন্যাল যেন প্লেনের সিগন্যালকে কোনও ভাবেই সমস্যার দিকে ঠেলে না দেয়। এবার প্লেনে আপনি যেই ফোনটাকে ফ্লাইট মোডে পাঠালেন, সঙ্গে সঙ্গে আপনার ফোনে অটোমেটিক্যালি ওয়াইফাই, জিএসএম এবং ব্লুটুথ ডিসেবল হয়ে যায়। আর একটা প্লেন যখন টেক অফ বা ল্যান্ড করে, তখন সেটি ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কানেক্ট করা থাকে। আর মোবাইলের সিগন্যাল একটা প্লেনের কানেক্টিভিটির বিষয়টিকে খারাপ করে দিতে পারে। এতে অযথা সমস্যার সৃষ্টি হবে। তাই, ফ্লাইটে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেই কারণেই যাত্রীদের ফোন ফ্লাইট মোডে রাখতে বলা হয়। তবে ফ্লাইট মোডে রাখার সঙ্গে সঙ্গে ফোনে কোনও রকম ইন্টারনেট কাজ করে না। তাই আপনি যদি ফ্লাইট মোডে ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এমন একটি অ্যাপের কথা জানানো হবে, যার মাধ্যমে আপনি ফ্লাইট মোডেও ফোনে ডেটা ব্যবহার করতে পারবেন।
Force LTE Only (4G/5G)
এই অ্যাপটির সুবিধা কী?
এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 4.4 রেটিং পেয়েছে এবং এখনও পর্যন্ত 10 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এটি ডাউনলোড করেছেন। এই অ্যাপটিতে আপনি নেটওয়ার্ক 4G/3G/2G-এ পরিবর্তন করতে পারবেন।
মনে রাখবেন যে ফোর্স এলটিই অ্যাপটি প্রতিটি স্মার্টফোনে সাপোর্ট করে না। আপনার স্মার্টফোন কোন ব্র্যান্ডের, তার উপর এই অ্যাপ কাজ করবে কি না তা নির্ভর করে।