Hotstar ইউজ়ারদের জন্য খারাপ খবর, পাসওয়ার্ড শেয়ার করলেই দিতে হবে মোটা টাকা

Feb 10, 2024 | 4:25 PM

Disney+Hotstar: কয়েকদিন আগেই জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix) পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিল। এখন একইরকমই একটি সিদ্ধান্ত নিয়েছে ডিজনি + হোস্টস্টারও (Disney + Hoststar)। তার মানে এখন আপনি এতেও পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না।

Hotstar ইউজ়ারদের জন্য খারাপ খবর, পাসওয়ার্ড শেয়ার করলেই দিতে হবে মোটা টাকা

Follow Us

OTT প্ল্যাটফর্মের রমরমা এতটাই বেশি যে, টেলিকম কোম্পানিগুলিও একের পর এক সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। আর এদিকে OTT কোম্পানিগুলি তাদের গ্রাহক বাড়ানোর জন্য বিভিন্ন কড়াকড়ি শুরু করেছে। বহু মানুষ বর্তমানে OTT প্ল্যাটফর্ম ব্যবহার করে, কিন্তু কোম্পানিগুলি পাসওয়ার্ড শেয়ার করার বিষয়ে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে। কয়েকদিন আগেই জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix) পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিল। এখন একইরকমই একটি সিদ্ধান্ত নিয়েছে ডিজনি + হোস্টস্টারও (Disney + Hoststar)। তার মানে এখন আপনি এতেও পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না।

গত বছর এই তথ্য সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা বব ইগার। তিনি বলেছিলেন, “আমরা বাড়ির বাইরে পাসওয়ার্ড শেয়ার করার বিষয়ে নতুন পদক্ষেপ নিতে পারি। তবে এখন এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।” তবে এবার ডিজনির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিউ জনস্টন জানান, ভুলভাবে শেয়ার করা হচ্ছে, এমন পাসওয়ার্ডগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং এই অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে।

এরপরে ডিজনি + হটস্টার পাসওয়ার্ড শেয়ার করার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জল্পনা চলছে। এর মানে হল এখন আপনি শুধুমাত্র পরিবারের সদস্যদের মধ্যেই পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন। এর বাইরে পাসওয়ার্ড শেয়ার করলে এই ধরনের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। পাসওয়ার্ড শেয়ারিং নিষিদ্ধ করা হচ্ছে বলে কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণরূপে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে, একই বাড়ির নন এমন ব্যবহারকারীরা পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন না।

জনস্টন এই বিষয়ে বলেছেন, “আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাই। গ্রাহক সংখ্যা বাড়াতে আমরা এসব পদক্ষেপ নিতে চাইছি। এর পাশাপাশি কোম্পানির গ্রাহকও বাড়বে। এরপরও যদি কেউ পাসওয়ার্ড শেয়ার করতে চায়, তাহলে তাকে এর জন্য কিছু টাকা আলাদা করে দিতে হবে। অতিরিক্ত টাকা দিলেই তারা এই সুবিধা পেয়ে যাবেন।”