Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPhone 16: বাজারে আসছে আইফোন ১৬! জানেন, কী কী নতুন ফিচার থাকছে এই সিরিজে?

IPhone 16: প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল থাকবে। সেগুলি হল আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স।

| Updated on: Aug 27, 2024 | 12:05 AM
পুজোর আগেই মোবাইল প্রেমীদের জন্য সুখবর! কারণ সেপ্টেম্বরেই বাজারে আসতে চলেছে অ্যাপল সংস্থার আইফোন ১৬ সিরিজ। প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল থাকবে। সেগুলি হল আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স।

পুজোর আগেই মোবাইল প্রেমীদের জন্য সুখবর! কারণ সেপ্টেম্বরেই বাজারে আসতে চলেছে অ্যাপল সংস্থার আইফোন ১৬ সিরিজ। প্রত্যেক সিরিজের মতোই এই সিরিজেও মোট ৪টি মডেল থাকবে। সেগুলি হল আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো আর আইফোন ১৬ প্রো ম্যাক্স।

1 / 8
তবে চমক রয়েছে, প্রতিবারের থেকে এইবারের মডেলে এসেছে নানা পরিবর্তন। এ বারে প্রো মডেলের ডিসপ্লের আকার বেড়ে হচ্ছে যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চি।  তবে ডিসপ্লের আকার বাড়লেও ফোনের আকার কিন্তু বাড়বে না। আসলে ডিসপ্লের বেজেল আরও পাতলা করা হয়েছে নতুন এই সিরিজ। তবে নন প্রো মডেল ১৬, ১৬ প্লাসের ক্ষেত্রে আকার বা বেজেলে কোনও পরিবর্তন হয়নি। নন প্রো মডেলব দুটিতে ডিসপ্লের রিফ্রেশ রেট থাকতে পারে ৬০ হার্ৎজ।

তবে চমক রয়েছে, প্রতিবারের থেকে এইবারের মডেলে এসেছে নানা পরিবর্তন। এ বারে প্রো মডেলের ডিসপ্লের আকার বেড়ে হচ্ছে যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চি। তবে ডিসপ্লের আকার বাড়লেও ফোনের আকার কিন্তু বাড়বে না। আসলে ডিসপ্লের বেজেল আরও পাতলা করা হয়েছে নতুন এই সিরিজ। তবে নন প্রো মডেল ১৬, ১৬ প্লাসের ক্ষেত্রে আকার বা বেজেলে কোনও পরিবর্তন হয়নি। নন প্রো মডেলব দুটিতে ডিসপ্লের রিফ্রেশ রেট থাকতে পারে ৬০ হার্ৎজ।

2 / 8
তবে এই বারে ক্যামেরার লেন্সে আবার পরিবর্তন এসেছে। নতুন সিরিজের ক্যামেরা সজ্জায় অ্যাপেল ফিরিয়ে আনতে চলেছে পাঁচ বছর আগের আইফোনের ক্যামেরার ধাঁচ। অর্থাৎ লেন্স দুটো থাকবে লম্বালম্বি ভাবে। যে লেন্সের একটা ৪৮ মেগাপিক্সেলের মেন সেন্সর অন্যটা ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স।

তবে এই বারে ক্যামেরার লেন্সে আবার পরিবর্তন এসেছে। নতুন সিরিজের ক্যামেরা সজ্জায় অ্যাপেল ফিরিয়ে আনতে চলেছে পাঁচ বছর আগের আইফোনের ক্যামেরার ধাঁচ। অর্থাৎ লেন্স দুটো থাকবে লম্বালম্বি ভাবে। যে লেন্সের একটা ৪৮ মেগাপিক্সেলের মেন সেন্সর অন্যটা ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স।

3 / 8
তবে আইফোন ১৬ প্রো আর প্রো ম্যাক্সে গত বারের মতোই তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর একটা ৫ এক্স অপটিকাল জুম লেন্স থাকবে।

তবে আইফোন ১৬ প্রো আর প্রো ম্যাক্সে গত বারের মতোই তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর একটা ৫ এক্স অপটিকাল জুম লেন্স থাকবে।

4 / 8
তবে সবচেয়ে আনন্দের খবর হল  চারটি মডেলেই ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই। নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট।

তবে সবচেয়ে আনন্দের খবর হল চারটি মডেলেই ব্যাটারির ক্ষমতা সামান্য বাড়ছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই। নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট।

5 / 8
নতুন সিরিজ আসবে আর প্রসেসর আপডেট হবে না,তা তো হতে পারে না। প্রতি বারের মতোই এ বারও আপগ্রেড হচ্ছে প্রসেসর। আইফোন ১৬ আর ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো৷

নতুন সিরিজ আসবে আর প্রসেসর আপডেট হবে না,তা তো হতে পারে না। প্রতি বারের মতোই এ বারও আপগ্রেড হচ্ছে প্রসেসর। আইফোন ১৬ আর ১৬ প্লাসে থাকবে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো৷

6 / 8
সঙ্গে থাকছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা। চারটি মোবাইলেই থাকবে অ্যাপেল ইন্টালিজেন্স। তবে সবচেয়ে বড় যে চমক এই নতুন সিরিজে থাকতে চলেছে তা হলে আইফন ১৬ সিরিজের চারটি মডেলেই থাকছে 'ক্যাপচার' বোতাম। অর্থাৎ ফনের লক না খুলেও কেবল এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে।

সঙ্গে থাকছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা। চারটি মোবাইলেই থাকবে অ্যাপেল ইন্টালিজেন্স। তবে সবচেয়ে বড় যে চমক এই নতুন সিরিজে থাকতে চলেছে তা হলে আইফন ১৬ সিরিজের চারটি মডেলেই থাকছে 'ক্যাপচার' বোতাম। অর্থাৎ ফনের লক না খুলেও কেবল এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে।

7 / 8
পুজোর আগেই নতুন বাজারে এই নতুন সিরিজ আসবে বলে ধারণা। তবে ঠিক কবে তা লঞ্চ করা হবে সেই খবর নিশ্চিত করে এখনও পাওয়া যায়নি। আবার সংস্থার তরফেও এই সমন্ধে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি।

পুজোর আগেই নতুন বাজারে এই নতুন সিরিজ আসবে বলে ধারণা। তবে ঠিক কবে তা লঞ্চ করা হবে সেই খবর নিশ্চিত করে এখনও পাওয়া যায়নি। আবার সংস্থার তরফেও এই সমন্ধে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি।

8 / 8
Follow Us: