ভারতে প্রথম লঞ্চ হয়েছে জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace, টুইটে স্বাগত জানাল মার্সিডিজ বেঞ্জ

Sohini chakrabarty |

Mar 23, 2021 | 8:35 PM

ভারতে ব্যবসা বাড়ানোর দিকেও নজর দিয়েছে বিভিন্ন ইলেকট্রিক গাড়ি নির্মাণ সংস্থা। এমনকি টেসলাও গাড়ি আনবে এদেশে।

ভারতে প্রথম লঞ্চ হয়েছে জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace, টুইটে স্বাগত জানাল মার্সিডিজ বেঞ্জ
দূষণ কমাতেই মূলত ইলেকট্রিক গাড়ির ভাবনাচিন্তা করা হয়েছিল।

Follow Us

গাড়ি বাজারের বিশেষজ্ঞরা বলছেন, তারা পরস্পর বিরোধী পক্ষ। অর্থাৎ এক সংস্থার গাড়িকে জোরদার টক্কর দেবে আর এক সংস্থার গাড়ি। কিন্তু নতুন গাড়িকে স্বাগত জানানোর অভিনব নজির দেখে প্রশংসা করছেন সকলেই।

২৩ মার্চ ভারতে প্রথম লঞ্চ হয়েছে জাগুয়ারের ইলেকট্রিক এসইউভি I-Pace। জাগুয়ারের এই বিলাসবহুল ইলেকট্রিক এসইউভি লঞ্চের আগে থেকে বলা হচ্ছিল, কিছুদিন আগে ভারতে লঞ্চ হওয়া আর একটি ইলেকট্রিক এসইউভি মার্সিডিজ বেঞ্জ EQC- কে পাল্লা দেবে এই গাড়ি। প্রসঙ্গত উল্লেখ্য, মার্সিডিজ বেঞ্জ EQC ভারতে লঞ্চ হওয়া মার্সিডিজের প্রথম ইলেকট্রিক এসইউভি।

তবে প্রতিপক্ষ, জোরদার লড়াই— এসব ভাবনা উড়িয়ে টুইটারে জাগুয়ার I-Pace- কে স্বাগত জানিয়েছে মার্সিডিজ বেঞ্জ ইন্ডিয়া। টুইট করে মার্সিডিজ ইন্ডিয়া কর্তৃপক্ষ লিখেছেন, জাগুয়ার ইন্ডিয়াকে ধন্যবাদ। আমরা খুশি যে এই সংস্থাও ইলেকট্রিক ভেহিকেল নির্মাণের দিকে অগ্রসর হচ্ছে। আমরা I-PACE- এর মালিকদের ১০০টি মার্সিডিজ বেঞ্জ আউটলেটে আমন্ত্রণ জানাচ্ছি তাঁদের গাড়িতে চার্জ দেওয়ার জন্য। আসুন একসঙ্গে একটা সবুজ ভবিষ্যৎ গড়ে তুলি।

দূষণ কমাতেই মূলত ইলেকট্রিক গাড়ির ভাবনাচিন্তা করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই এই ধরনের ভেহিকেল বা ইলেকট্রিক যানবাহন জনপ্রিয়তা পেয়েছে। ভারতে ব্যবসা বাড়ানোর দিকেও নজর দিয়েছে বিভিন্ন ইলেকট্রিক গাড়ি নির্মাণ সংস্থা। এমনকি টেসলাও গাড়ি আনবে এদেশে। সেই সঙ্গে আবার ই-স্কুটি নির্মাণে সুবিশাল কারখানা গড়ছে নেদারল্যান্ডের সংস্থা ওলা। সব মিলিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে ব্রতী হয়েছে অনেক গাড়ি নির্মাণ সংস্থাই।

Next Article