28 বছরের সম্পর্কে ছেদ! Windows ল্যাপটপে আপনার প্রয়োজনীয় এই অ্যাপ আর পাবেন না
ভবিষ্যতের উইন্ডোজ় অপারেটিং সিস্টেমের ল্যাপটপগুলি থেকে এই ওয়ার্ডপ্যাডের ফিচারটিই তুলে নিতে চলেছে সংস্থাটি। পরিবর্তনটি ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। ক্যানারি চ্যানেলের উইন্ডোজ় 11 লেটেস্ট বিল্ডে এই ওয়ার্ডপ্যাড ফিচারটি দেখাও যায়নি। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে, এরপর থেকে আর উইন্ডোজ় ভার্সনগুলিতে ওয়ার্ডপ্যাড প্রি-ইনস্টল করা থাকবে না।
সেই Windows 95 থেকে আজ পর্যন্ত সব উইন্ডোজ় ভার্সনের ল্যাপটপে বা ডেস্কটপে ওয়ার্ডপ্যাড দিয়ে এসেছে মাইক্রোসফট্। অত্যন্ত জরুরি সেই ফিচারই এবার তুলে নিতে চলেছে মাইক্রোসফট্। ভবিষ্যতের উইন্ডোজ় অপারেটিং সিস্টেমের ল্যাপটপগুলি থেকে এই ওয়ার্ডপ্যাডের ফিচারটিই তুলে নিতে চলেছে সংস্থাটি। পরিবর্তনটি ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। ক্যানারি চ্যানেলের উইন্ডোজ় 11 লেটেস্ট বিল্ডে এই ওয়ার্ডপ্যাড ফিচারটি দেখাও যায়নি। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে, এরপর থেকে আর উইন্ডোজ় ভার্সনগুলিতে ওয়ার্ডপ্যাড প্রি-ইনস্টল করা থাকবে না।
এর অর্থ কী
উইন্ডোজ় ইনসাইডার প্রিভিউ বিল্ড সবসময়ই মাইক্রোসফটের জন্য টেস্টিংয়ের ক্ষেত্র। নতুন পরিবর্তন, নতুন ফিচার এই সবকিছুই ইনসাইডার প্রিভিউ বিল্ডেই পরীক্ষা করে দেখে মাইক্রোসফট্। সেখানেই পরীক্ষার সময় দেখা গিয়েছে, অপারেটিং সিস্টেমের লেটেস্ট ক্যানারি বিল্ডে ওয়ার্ডপ্যাড ফিচারটি নেই। এখান থেকেই মনে করা হচ্ছে যে, Windows 11-এর ভবিষ্যতের ভার্সনগুলিতে ওয়ার্ডপ্যাড আর দেওয়া হবে না।
2023 সালের সেপ্টেম্বর মাসে মাইক্রোসফট্ তাদের সাপোর্ট পেজে লিখেছিল, “ওয়ার্ডপ্যাড আর আপডেট করা হবে না, উইন্ডোজ়ের ফিউচার রিলিজ় থেকে এটিকে সরিয়ে দেওয়া হবে। এর পরিবর্তে আমরা ব্যবহারকারীদের ডক এবং আরটিএফের মতো রিচ টেক্সট ডকুমেন্ট ব্যবহার করতে বলছি। এছাড়া টেক্সটের মতো ডকুমেন্টের জন্য উইন্ডোজ় নোটপ্যাড ব্যবহার করতে বলছি আমরা।”
এখান থেকে আরও একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে, উইন্ডোজ় 11-এর স্টেবল বিল্ডগুলি থেকেও ওয়ার্ডপ্যাড সরিয়ে নেওয়া হবে। প্রসঙ্গত, উইন্ডোজ় 11-এ এখনও ওয়ার্ডপ্যাড অ্যাপ দেওয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত স্টেবল বিল্ড থেকেও ওয়ার্ডপ্যাড সরানো হয়নি।