Weather: ১৫ বছরে রেকর্ড বৃষ্টি, তাপমাত্রাও নামল হু হু করে

Weather: ১৮৮৪ সালের ডিসেম্বরে দিল্লিতে ১৩৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল দিল্লিতে। সেটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। তবে বৃহস্পতিবার ও শুক্রবারের বৃষ্টিতে জায়গায় জায়গায় জল জমে গিয়েছে।

Weather: ১৫ বছরে রেকর্ড বৃষ্টি, তাপমাত্রাও নামল হু হু করে
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 28, 2024 | 7:13 AM

নয়া দিল্লি: এবছর শীতে আবহাওয়ার নানা খেলা চলেছে। কখনও হাজির নিম্নচাপ তো কখনও পশ্চিমী ঝঞ্ঝা। তবে দিল্লি এবার যা দেখল, গত ১৫ বছরেও তা দেখেনি কেউ। শীতকালে এত বৃষ্টি! অবাক হয়ে যাচ্ছেন দিল্লির বাসিন্দারা। সেই সঙ্গে কনকনে ঠাণ্ডা। মাঝরাত থেকে শুরু হয়ে সকালের মধ্যেই কার্যত প্রচুর বৃষ্টি হয়েছে রাজধানীতে।

জানা গিয়েছে, ডিসেম্বর মাসের নিরিখে গত ১৫ বছরে এবারই হল সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত হয়েছে ৯.১১ মিলিমিটার। আর শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে বৃষ্টি হয়েছে ৩০.২ মিলিমিটার। সব মিলিয়ে গোটা ডিসেম্বরে দিল্লিতে বৃষ্টি হয়েছে ৪২.৮ মিলিমিটার। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত। সেই সঙ্গে পাল্লা দিয়ে নামছে তাপমাত্রা। মৌসম ভবনের রিপোর্ট বলছে, একধাক্কায় ১৪.৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা।

উল্লেখ্য, ১৮৮৪ সালের ডিসেম্বরে দিল্লিতে ১৩৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল দিল্লিতে। সেটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। তবে বৃহস্পতিবার ও শুক্রবারের বৃষ্টিতে জায়গায় জায়গায় জল জমে গিয়েছে। গাছও পড়ে গিয়েছে কোথাও কোথাও। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ৯.৫ ডিগ্রিতে। শনিবারও দিল্লির আকাশ থাকবে মেঘলা। ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে। বাড়তে পারে হাওয়ার বেগ। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রির আশপাশে।