Indian Railways: ১ জানুয়ারি থেকে হচ্ছে বড় পরিবর্তন, রেলের এই নিয়ম না জানলেই নয়…
Indian Railways: কোন ট্রেন কখন ছাড়বে, তা এক নজরে জানতে প্রয়োজন পড়ে টাইম টেবিলের। বর্তমানে যে টাইম টেবিল রয়েছে, তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই টাইম টেবিলকে 'ট্রেনস অ্যাট অ্যা গ্লান্স' বলা হয়।
নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। নিত্যদিন বহু মানুষ দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। ট্রেনে সফর করার ক্ষেত্রে প্রথমেই জানা দরকার টাইম টেবিল। এবার ভারতীয় রেলওয়ে নতুন বছর থেকে নতুন টাইম টেবিল আনছে।
কোন ট্রেন কখন ছাড়বে, তা এক নজরে জানতে প্রয়োজন পড়ে টাইম টেবিলের। বর্তমানে যে টাইম টেবিল রয়েছে, তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই টাইম টেবিলকে ‘ট্রেনস অ্যাট অ্যা গ্লান্স’ বলা হয়। আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই টাইম টেবিলের নতুন সংস্করণ প্রকাশিত হবে।
সাধারণত প্রতি বছর ৩০ জুনের আগেই রেলের তরফে এই টাইম টেবিল প্রকাশ করা হয়। ১ জুলাই থেকে তা কার্যকর হয়। এবার ১ জানুয়ারিই এই টাইম টেবিল প্রকাশ করা হচ্ছে।
জানা গিয়েছে, ২০২৫ সাল থেকে নতুন যে টাইম টেবিল প্রকাশ হবে, তাতে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস, ২টি অমৃত ভারত এক্সপ্রেস ও নমো ভারত র্যাপিড রেলও সংযোজন করা হবে।
গত বছরই যাত্রীদের সুবিধার জন্য ৬৪টি বন্দে ভারত এক্সপ্রেস ও ৭০টি অতিরিক্ত ট্রেনের সার্ভিস যোগ করা হয়েছিল।