Railway Jobs: নতুন বছরেই রেলে চাকরির দারুণ সুযোগ, ৩২ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত
Indian Railways: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ-ডি বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ২৩ জানুয়ারি, ২০২৫ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন পত্র সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
নয়া দিল্লি: নতুন বছরে চাকরির দারুণ সুযোগ। যদি সরকারি চাকরির চেষ্টা করেন, তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ভারতীয় রেলওয়ে দিচ্ছে চাকরির সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ-ডি বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ২৩ জানুয়ারি, ২০২৫ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন পত্র সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
জানা গিয়েছে, গ্রুপ ডি-র অধীনে মোট ৩২৪৩৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শূন্যপদ-
পয়েন্টসম্যান (বি)- ৫০৫৮টি পদে নিয়োগ করা হবে।
সহকারী (ট্র্যাক মেশিন):- ৭৯৯টি পদে নিয়োগ করা হবে।
সহকারী – ৩০১টি পদে নিয়োগ করা হবে।
ট্র্যাক মেইনটেইনার গ্রেড ৪ ইঞ্জিনিয়ারিং- ১৩১৮৭ পদে নিয়োগ করা হবে।
সহকারী (পি-উই) – ২৫৭টি পদে নিয়োগ করা হবে।
সহকারী (C&W) – ২৫৮৭টি পদে নিয়োগ করা হবে।
সহকারী টিআরডি ইলেকট্রিক্যাল – ১৩৮১ পদে নিয়োগ করা হবে।
সহকারী (S&T)-২০১২ পদে নিয়োগ করা হবে।
সহকারী লোকো শেড (ডিজেল) – ৪২০টি পদে নিয়োগ করা হবে।
সহকারী লোকো শেড (বৈদ্যুতিক) – ৯৫০টি পদে নিয়োগ করা হবে।
সহকারী অপারেশন (ইলেকট্রিকাল) – ৭৪৪টি পদে নিয়োগ করা হবে।
সহকারী TL&AC- ১০৪১ পদে নিয়োগ করা হবে।
সহকারী TL&AC (ওয়ার্কশপ) – ৬২৪টি পদে নিয়োগ করা হবে।
সহকারী (ওয়ার্কশপ- মেকানিক্যাল)- ৩০৭৭টি পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং এনসিভিটি (NCVT) ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকতে হবে।
বয়সসীমা-
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। এসসি, এসটি এবং পিএইচ বিভাগ এবং মহিলাদের আবেদন ফি দিতে হবে ২৫০ টাকা।
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই-এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যেতে পারে।
নির্বাচন প্রক্রিয়া-
রেলওয়েতে গ্রুপ ডি পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে তিনটি পর্যায়ে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা/নথি যাচাইকরণের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।