Mid Day Meal: স্কুলে মাত্র দু’জন পড়ুয়া, মিড ডে মিলের হিসাব বলছে ৪৭, দেদার কারচুপি স্কুলে?
Mid Day Meal: সাফাই দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা। তাঁদের কথায়, “ওইদিন বেশি পড়ুয়া ছিল না। আবহাওয়া খারাপ ছিল। মিড ডে মিলের রাঁধুনি আসেননি। দায়িত্বে থাকা শিক্ষকও আসেননি। তাই রান্না যে হয়নি তাঁকে জানানো হয়নি।”
পাঁশকুড়া: স্কুলে এসেছে খুব বেশি হলে ২ জন। মিড ডে মিলের রান্না পর্যন্ত হয়নি। কিন্তু অভিযোগ, হিসাবে নাকি দেখানো হয়েছে প্রায় ৫০ জন পড়ুয়ার জন্য রান্না হয়েছে। বিডিও যেতেই হাতেনাতে ধরা পড়ে গেল সবটা। চাঞ্চল্যকর ঘটনা পাঁশকুড়ার চৈতন্যপুর হাইস্কুলে।
ক্ষোভে ফুঁসছেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। তাঁর দাবি, “ স্কুলে মিড ডে মিলের রান্না হয়নি। অথচ সেখানে ছাত্র সংখ্যা ৪৭ জন দেখানো হয়েছে। বিডিও অফিসের এক কর্মী স্কুলেও গিয়েছিলেন বিষয়টা দেখতে। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তখনই তিনি জানতে পারেন কয়েকদিন তো কোনও রান্নাই হয়নি স্কুলে। এক থেকে দু’জন ছাত্র এসেছে। প্রধান শিক্ষক শুধু বসে রয়েছেন।” এ ঘটনা প্রকাশ্যে
এই খবরটিও পড়ুন
যদিও এই নিয়ে সাফাই দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা। তাঁদের কথায়, “ওইদিন বেশি পড়ুয়া ছিল না। আবহাওয়া খারাপ ছিল। মিড ডে মিলের রাঁধুনি আসেননি। দায়িত্বে থাকা শিক্ষকও আসেননি। তাই রান্না যে হয়নি তাঁকে জানানো হয়নি। আসলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বিডিও-কে লিখিতভাবে জানিয়েছি এমন ভুল আর হবে না।”