Mandermoni: এখনও এল না ময়নাতদন্তের রিপোর্ট, জানা গেল না কারণ, মন্দারমনিতে তৃণমূল নেতার রহস্যমৃত্যুতে ধৃতদের জামিনের আর্জি খারিজ
Mandermoni: আদালত সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আদালতে জমা না পড়ার কারণে জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পূর্ব মেদিনীপুর: মন্দারমনির হোটেলে তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত ২ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কাঁথি মহকুমা আদালত। গত সপ্তাহে মন্দারমনি হোটেল থেকে আমডাঙার তৃণমূল নেতা আবুল নাসারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ধৃত বন্ধু আতাউর মণ্ডল ও বান্ধবী তনুশ্রী মুখোপাধ্যায়কে এদিন কাঁথি আদালতে তোলা হয়। তাঁদের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্ট না আসায় দুজনের জামিনের আবেদন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন এসিজেএম পুষ্পেন্দু মণ্ডলের এজলাস এই নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আদালতে জমা না পড়ার কারণে জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে আদালতে বা পুলিশের কাছে ময়নাতদন্তের রিপোর্ট এখন এসে না পৌঁছালেও বিশেষ সূত্রে জানা গিয়েছে ময়নাতদন্তে খুনের কোনও প্রমাণ মেলেনি। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
মামলায় অভিযুক্ত আতাউর মন্ডলের আইনজীবী ইকবাল হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না জমা পড়ায় দুজনের জামিনের আবেদন নাকচ হয়ে গিয়েছে। তিনি বলেন, “আতাউরের সঙ্গে এই ঘটনার কোন সম্পর্ক নেই। নিহত আবুল নাসেরর গাড়ির চালক। ঘটনার দিন আলাদা রুমে ছিলেন।”
ঘটনার পর ৫দিন কেটে গেলেও এখন মৃত্যুর কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু বলতে পারেনি মন্দারমণি থানার পুলিশ। পুলিশ ধৃত বান্ধবীর মামা ও সঙ্গী ওপর মহিলার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।