Save Mobile From Hackers: আজকাল এই ডিজিটাল যুগে মোবাইলেই সমস্ত কাজ সাড়া হয়ে যায়। সকাল বেলা শুম থেকে উঠে থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত ফোন ছাড়া ভাবতে পারেন না এমন অনেক মানুষই আছেন। ওয়েব সার্ফিং , অ্যাপয়েন্টমেন্ট বুকিং, রিমাইন্ডার সেট করা, ফাইল শেয়ার করা, ইন্সট্যান্ট মেসেজ পাঠানো, ভিডিয়ো কলিং এমনকি মোবাইল (Mobile) ব্যাঙ্কিং সব কিছুই হচ্ছে ফোনের মাধ্যমে। আর এই কারণে দিনের পর দিন বাড়ছে হ্যাকারদের উৎপাত। এমনকি বর্তমানে ফোনে OTP-এ আসছে না, আর নিমেষে খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই এসব থেকে বাঁচতে বিশেষ কিছু জিনিসের দিকে নজর রাখতে হবে। সেটিংস-এ সামান্য পরিবর্তন করলেই আপনি মোবাইলের জন্য ডিজাইন করা ম্যালওয়্যার যেমন- ওয়ার্ম এবং স্পাইওয়্যার, ফিশিং এবং পাইরেসি থেকে বাঁচতে পারেবন। আপনাকে এমন কিছু টিপস (Tips) জানানো হবে, যার সাহায্যে আপনি সহজেই আপনার ডিভাইসটিকে ডিজিটাল স্ক্যাম থেকে রক্ষা করতে পারবেন।
একটি কঠিন পাসওয়ার্ড সেট করুন:
একটি কঠিন পাসওয়ার্ড দেওয়া খুব দরকার। তার কারণ কেউ যদি আপনার ফোনটি হাতে পায়, তাহলে সহজেই যাতে খুলে ফেলতে না পারে। এছাড়াও ফোনে সবসময় বায়োমেট্রিক পাসওয়ার্ড দিয়ে রাখা জরুরি। বায়োমেট্রিক পাসওয়ার্ড বলতে আঙ্গুলের ছাপ ও ফেস আনলক ফিচার। যাদের ফোনে ফেস আনলক ফিচারটি নেই। তারা আঙ্গুলের ছাপ ব্যবহার করে রাখতে পারেন। এছাড়াও আপনার পাসওয়ার্ড অবশ্যই আট বা তার বেশি অক্ষরের দিন।
ভিপিএন ব্যবহার করুন:
আপনি যে নেটওয়ার্কের সঙ্গে কানেকটেড আছেন তার সিকিউরিটি সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিন। জনপ্রিয় কোনও টেলিকম হলেও সচেতন থাকুন। হ্যাকাররা খুব সহজেই যে কোনও নেটওয়ার্ককে হ্যাক করে নিতে পারে। আর যদি সিকিউরিটি সম্পর্কে জানতে না পরেন, তাহলে একটি VPN (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ক্লায়েন্ট ব্যবহার করুন। VPN আপনাকে দেখিয়ে দেবে আপনি একটি সিকিওর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন কি না।
অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন ইনস্টল করুন:
আপনি যে ফাইলগুলি ডাউনলোড করেন এবং আপনার মোবাইল ডিভাইসে যে অ্যাপগুলি ইনস্টল করেন তা সময় নিরাপদ নাও হতে পারে। অনেক সময় একটি অ্যাপের সঙ্গে ফোনে ম্যালওয়ার অ্যাপও ইনস্টল হয়ে যায় আপনার অজান্তেই। ফলে আপনার উচিত ফোনে একটি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখা। এতে আপনি যখনই কোনও অ্যাপ ডাউনলোড করবেন, আপানাকে দেখিয়ে দেবে এটি নিরাপদ কি না।