Infinix Zero 5G 2023 এসে গেল, 120Hz ডিসপ্লে এবং 50MP ট্রিপল ক্যামেরা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sayantan Mukherjee

Updated on: Nov 11, 2022 | 11:40 AM

Infinix Zero 5G 2023 Launch News: পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 1080 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি এবং 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ।

Infinix Zero 5G 2023 এসে গেল, 120Hz ডিসপ্লে এবং 50MP ট্রিপল ক্যামেরা
ফের একটি 5G স্মার্টফোন নিয়ে হাজির হল Infinix।

Infinix তার জনপ্রিয় Zero লাইনআপে একটি নতুন ফোন যোগ করেছে। কোম্পানির সেই নতুন ফোনের নাম Infinix Zero 5G 2023। লেটেস্ট ফোনে রয়েছে 120Hz AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 1080 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি এবং 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ। Infinix Zero 5G 2023 ফোনে রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। পাশাপাশি 5GB অব্যবহৃত স্টোরেজ অতিরিক্ত হিসেবে ব্যবহার করা যাবে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 ভিত্তিক XOS 12 স্কিন।

Infinix Zero 5G 2023 ফোনে একটি 6.78 ইঞ্চির FHD+ IPS LCD প্যানেল। এই স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240 Hz।

হ্যান্ডসেটটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000 mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই হোল-পাঞ্চ কাট-আউটটির স্ক্রিনে রয়েছে সেলফি ক্যামেরার জন্য ঘর, যার সেন্সর 16MP।

এই খবরটিও পড়ুন

Infinix Zero 5G 2023-এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে 50 MP ক্যামেরা রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো ইউনিট। এই রিয়ার ক্যামেরা সেটআপটি 4K ভিডিয়ো রেকর্ড করতে পারে 60fps রেটে। হেডফোনের জন্য থাকছে একটি জ্যাক। পাশাপাশি হাই-রেজ়োলিউশন অডিও সার্টিফিকেশন প্রাপ্ত এই ফোনে সাইড-মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির দিক থেকে এই Infinix Zero 5G 2023 ফোনে রয়েছে 4G LTE, 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, USB টাইপ-সি চার্জিং পোর্ট, GPS সহ আরও অনেক কিছু। পার্ল হোয়াইট, কোরাল অরেঞ্জ এবং সাবমেরিনার ব্ল্যাক এই কয়েকটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি।

Infinix Zero 5G 2023 ফোনের দাম এখনও পর্যন্ত সংস্থার তরফে জানানো হয়নি। ফোনটি কবে থেকে কেনাকাটির জন্য উপলব্ধ হবে, সে বিষয়েও কোনও বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla