iQOO Neo 7 Pro স্মার্টফোনের দাম চলে এল প্রকাশ্যে, মিলবে ইন্ডিপেন্ডেন্ট গেমিং চিপ

iQOO Neo 7 Pro Price: মোবাইল ফোনটি লঞ্চের আগেই, ই-কমার্স ওয়েবসাইট Amazon IQOO Neo 7 Pro 5G-এর দাম প্রকাশ করেছে। মনে করা হচ্ছে কোম্পানিটি ভুল করেই 'Amazon Prime Day Sale' ব্যানারে এই দাম প্রকাশ করেছে।

iQOO Neo 7 Pro স্মার্টফোনের দাম চলে এল প্রকাশ্যে, মিলবে ইন্ডিপেন্ডেন্ট গেমিং চিপ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 12:09 PM

iQOO Neo 7 Pro Launch Date: বিগত কয়েকদিন ধরেই iQOO Neo 7 Pro নিয়ে আলোচনা তুঙ্গে। বহু মানুষ ফোনটির জন্য অপেক্ষায় রয়েছেন। সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই। চলতি বছরের জুলাই মাসে IQ তার নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এই ফোনটির পিছনের দিকে চামড়ার ফিনিশ এবং একটি গেমিং চিপ রয়েছে। কোম্পানির দাবি, এটি গেমিং অভিজ্ঞতাকে আরও ভাল করে তুলবে। এদিকে মোবাইল ফোনটি লঞ্চের আগেই, ই-কমার্স ওয়েবসাইট Amazon IQOO Neo 7 Pro 5G-এর দাম প্রকাশ করেছে। মনে করা হচ্ছে কোম্পানিটি ভুল করেই ‘Amazon Prime Day Sale’ ব্যানারে এই দাম প্রকাশ করেছে। আপনি এই নতুন ফোনটি 33,999 টাকায় কিনতে পারবেন। তবে তার জন্য আপনাকে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কারণ স্মার্টফোনটি 4 জুলাই লঞ্চ হবে।

যদিও এই দামটি অ্যামাজনের ব্যানারে দেখা গিয়েছে। কোম্পানির তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। ফোনটির সঠিক দাম লঞ্চের দিনই প্রকাশ করা হবে। অ্যামাজনের ব্যানারে যে দামটি দেখা যাচ্ছে, তা আদৌ কোনও অফার বা ছাড়ের পরে কি না, বোঝা যাচ্ছে না। টিপস্টার যোগেশ ব্রারের মতে, কোম্পানি ফোনটি 35 থেকে 36,000 টাকার মধ্যে লঞ্চ করতে পারে।

টিজার অনুসারে, IQOO Neo 7 Pro 5G-এর পিছনে চামড়ার ফিনিশ রয়েছে। এছাড়াও, এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 120hz রিফ্রেশ রেট সহ ফোনটিতে একটি 6.78-ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে Qualcomm এর Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর সবথেকে ভাল ফিচার হল, এতে দারুন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তার জন্য একটি আলাদা করে গেমিং চিপ ব্যবহার করেছে কোম্পানিটি। অর্থাৎ যারা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য এই ফোনটি একদম উপযুক্ত হতে চলেছে। এই ফোনের থার্মালের দিকেও নজর দেওয়া হয়েছে। যাতে একটুতেই ফোন গরম না হয়ে যায়। ফোনটি স্ট্রেস টেস্টের সময় CPU তাপমাত্রা সর্বোচ্চ 38.2 ডিগ্রি উঠেছিল। ফলে আপনি নিশ্চিন্তে ঘণ্টার পর ঘণ্টা এতে গেম খেলতে পারবেন।