Smartphones Under 20,000: আইকিউওও জেড৬, পোকো এম৪, স্যামসাং গ্যালাক্সি এফ২৩ এবং রিয়েলমি ৯… দেখে নিন এই চারটি ফোনের দাম ও অন্যান্য ফিচারের তুলনা

Smartphones Under 20,000: পোকো এম৪ প্রো, স্যামসাং গ্যালাক্সি এফ২৩, রিয়েলমি ৯ ৫জি এবং আইকিউওও জেড৬... এই চারটি ফোনেরই দাম ভারতে ২০ হাজারের কম।

Smartphones Under 20,000: আইকিউওও জেড৬, পোকো এম৪, স্যামসাং গ্যালাক্সি এফ২৩ এবং রিয়েলমি ৯... দেখে নিন এই চারটি ফোনের দাম ও অন্যান্য ফিচারের তুলনা
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2022 | 12:14 PM

আইকিউওও জেড৬ ৫জি (iQoo Z6 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে কিছুদিন আগে। এই ফোনের বিক্রিও এবার শুরু হচ্ছে। আইকিউওও কোম্পানির ‘জেড’ সিরিজের (iQoo Z Series Phone) সবচেয়ে সস্তা ফোন (Most Affordable Smartphone) হল এই আইকিউওও জেড৬ ৫জি। দাম ২০ হাজারের মধ্যেই। তিনটি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোন। ইতিমধ্যেই ভারতে ২০ হাজার টাকার কম দামে আরও তিনটি ফোন লঞ্চ হয়েছে। সেগুলি হল পোকো এম৪ প্রো, স্যামসাং গ্যালাক্সি এফ২৩, রিয়েলমি ৯ ৫জি। এই তিনটি ফোনের বিভিন্ন ফিচারগুলি তুলনা করে দেখা যাক।

দাম

আইকিউওও জেড৬ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ৬ জিবি মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা।

পোকো এম৪ প্রো ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। অন্যদিকে, এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৪৯৯ টাকা।

রিয়েলমি ৯ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম শুরু হচ্ছে ১৪,৯৯৯ টাকা থেকে। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা।

ক্যামেরা

আইকিউওও জেড৬ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি স্যামসাং ISOCELL JN1 সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেলের একটি bokeh ক্যামেরা। ৪ জিবি র‍্যামের বেস মডেলে এই bokeh ক্যামেরা নেই। রয়েছে ৬ এবং ৮ জিবি র‍্যামের মডেলে। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের স্যামসাং ৩পি৯ সেলফি ক্যামেরা সেনসর।

ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে পোকো এম৪ প্রো ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। এছাড়াও ফোনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের স্যামসাং ISOCELL JN1 প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।

রিয়েলমি ৯ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেলের মেন সেনসর ছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম পোর্ট্রেট সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর ফোনের ডিসপ্লেতে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।

ডিসপ্লে

আইকিউওও জেড৬ ৫জি ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

পোকো এম৪ প্রো ৫জি ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের উপরে রয়েছে হোল-পাঞ্চ ডিজাইন।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি ইউ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তার উপরে রয়েছে একটি কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।

রিয়েলমি ৯ ৫জি ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

প্রসেসর

আইকিউওও জেড৬ ৫জি ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে।

পোকো এম৪ প্রো ৫জি মডেলে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০ জি প্রসেসর।

রিয়েলমি ৯ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর।

ব্যাটারি

আইকিউওও জেড৬ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

পোকো এম৪ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং।

স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

রিয়েলমি ৯ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের কুইক চার্জ সাপোর্ট।

আরও পড়ুন- Oppo A96 and Oppo A76: ওপ্পো ‘এ’ সিরিজের নতুন দুই ফোন ওপ্পো এ৯৬ এবং ওপ্পো এ৭৬ লঞ্চ হয়েছে ভারতে