Lava Blaze 2 লঞ্চ হল ভারতে, মাত্র 8,999 টাকায় 13MP ক্যামেরা-সহ আরও অনেক ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 10, 2023 | 8:05 PM

Lava Blaze 2 এন্ট্রি-লেভেলের ফোনের দাম 8,999 টাকা। এই মুহূর্তের একাধিক জনপ্রিয় ফোনের সঙ্গে টক্কর দেবে Lava Blaze 2। সেই তালিকায় রয়েছে Redmi, Motorola এবং Realme-র বেশ কিছু ফোন।

Lava Blaze 2 লঞ্চ হল ভারতে, মাত্র 8,999 টাকায় 13MP ক্যামেরা-সহ আরও অনেক ফিচার্স
এসে গেল লাভার নতুন ফোন।

Follow Us

Lava Blaze 2 Price And Specs: দেশি স্মার্টফোন ব্র্যান্ড Lava একটি চমৎকার ফোন লঞ্চ করেছে। নতুন ফোনের নাম Lava Blaze 2। এন্ট্রি-লেভেলের এই ফোনের দাম 8,999 টাকা। এই মুহূর্তের একাধিক জনপ্রিয় ফোনের সঙ্গে টক্কর দেবে Lava Blaze 2। সেই তালিকায় রয়েছে Redmi, Motorola এবং Realme-র বেশ কিছু ফোন। 18 এপ্রিল থেকে ফোনটির বিক্রিবাট্টা শুরু হবে। Amazon এবং Lava-র অফিসিয়াল সাইটের পাশাপাশি অফলাইনেও বিভিন্ন রিটেল দোকান থেকে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যগুলি একনজরে দেখে নেওয়া যাক।

Lava Blaze 2: ফিচার্স

Lava Blaze 2 ফোনের পিছনে গ্লাস ফিনিশ ডিজ়াইন দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট রয়েছে সেলফি ক্যামেরার জন্য। যদিও ডিভাইসটি 5G কানেক্টিভিটি সারপোর্ট করবে না। ফোনটিতে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ IPS 2.5D কার্ভড্ ডিসপ্লে। ফোনের স্ক্রিনের রিফ্রেশ রেট 90Hz এবং পিক্সেল রেজ়োলিউশন 720X1600 পিক্সেলস। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু এবং গ্লাস অরেঞ্জ এই কয়েকটি কালারে পাওয়া যাবে ফোনটি।

Lava Blaze 2 ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12। কোম্পানির চরফ থেকে দাবি করা হয়েছে, “ব্লোট মুক্ত অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা” মিলবে এই ফোন ব্যবহার করলে। লাভার তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, Blaze 2 ফোনটি Android 13 আপগ্রেড পেয়ে যাবে।

ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে 13MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। ক্যামেরার গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে বিউটি, HDR, নাইট, পোর্ট্রেইট, প্যানোরমা, স্লো মোশন, টাইম-ল্যাপস এবং অডিও নোটস।

5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে। 18W চার্জিং অ্যাডাপ্টার থাকছে, USB Type-C চার্জিং পোর্টের সাহায্যে তা চার্জ করা যাবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি Unisoc T616 প্রসেসর। এই প্রসেসর পেয়ার করা থাকছে 6GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে।

Next Article