Mi 11 Ultra: ভারতে শুরু হতে চলেছে এই ৫জি স্মার্টফোনের ‘ওপেন সেল’, কোথা থেকে কেনা যাবে?

এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। সেরামিক ব্ল্যাক এবং সেরামিক হোয়াইট, এই দুই রঙে ভারতে পাওয়া যাবে এমআই ১১ আলট্রা ফোন।

Mi 11 Ultra: ভারতে শুরু হতে চলেছে এই ৫জি স্মার্টফোনের 'ওপেন সেল', কোথা থেকে কেনা যাবে?
১৫ জুলাই ভারতে এই ফোনের ওপেন সেল শুরু হচ্ছে।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 8:33 AM

ভারতে এমআই ১১ আলট্রা ফোনের ওপেন সেল শুরু হবে আগামী ১৫ জুলাই দুপুর ১২ টা (ভারতীয় সময়) থেকে। শাওমির অফিশিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইটের মাধ্যমে শুরু হবে এই সেল। গত এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল শাওমির এই স্মার্টফোন। তবে তারপর বিক্রি শুরু হয়নি। অবশেষে ভারতে এমআই ১১ আলট্রা মডেলের বিক্রি শুরু হতে চলেছে। এই ফোনের জন্য অ্যামাজনের ওয়াবসাইটের একটি আলাদা মাইক্রোসাইটও তৈরি হয়েছে। এর আগে ৭ জুলাই এই ফোনের একটি ‘স্পেশ্যাল সেল’ শুরু হয়েছিল। ১৯৯৯ টাকা দিয়ে যাঁরা ‘আলট্রা গিফট কার্ড’ কিনেছিলেন, তাঁদের জন্যই চালু হয়েছিল ওই স্পেশ্যাল সেল।

ভারতে এমআই ১১ আলট্রা ফোনের দাম

এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। সেরামিক ব্ল্যাক এবং সেরামিক হোয়াইট, এই দুই রঙে ভারতে পাওয়া যাবে এমআই ১১ আলট্রা ফোন। শাওমি এবং অ্যামাজনের ওয়েবসাইট থেকে এসবিআই- এর ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কেনা হলে ৫ হাজার টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া সম্ভব। শাওমির ওয়েবসাইটে বলা হয়েছে ‘সুপারফ্যান লিমিটেড কোয়ান্টিটি সেল কাস্টোমার’- দের জন্য ১৫ জুলাই শুরু হবে এমআই ১১ আলট্রা ফোনের সেল।

এমআই ১১ আলট্রা ফোনের বিভিন্ন ফিচার

  • MIUI 12, based on Android 11- এর সাহায্যে পরিচালিত হয় এই ফোন।
  • এখানে রয়েছে ৬.৮১ ইঞ্চির WQHD+ E4 AMOLED ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০Hz।
  • এই ফোনে একটি সেকেন্ডারি ডিসপ্লেও রয়েছে। ফোনের পিছনের অংশে ১.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
  • এমআই ১১ আলট্রা ফোনের পিছনের অংশে সেকেন্ডারি ডিসপ্লের পাশাপাশি রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে।
  • এই ফোনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে একটি হোল-পাঞ্চ কাটআউট। সেখানেই সেট করা রয়েছে এই সেলফি ক্যামেরা।
  • ৫জি এই ফোনে রয়েছে একটি Snapdragon ৮৮৮ প্রসেসর।
  • কানেকটিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড ওতাই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস, এজিপিএস, NavIC সাপোর্ট, এনএফসি, একটি টাইপ-সি ইউএসবি পোর্ট।
  • এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ও ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং পরিষেবা রয়েছে।

আরও পড়ুন- Redmi Note 10T 5G: অবশেষে ভারতে এই স্মার্টফোন লঞ্চের দিন ঘোষণা করল শাওমি