AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moto G32: 12 হাজারেরও কমে লঞ্চ হল Moto G32-এর নতুন ভ্য়ারিয়েন্ট, কিনুন মাত্র 2,000 টাকায়

Moto G32 Price: Moto G32 ইতিমধ্যেই 4 GB RAM এবং 64 GB স্টোরেজ সহ ভারতীয় বাজারে রয়েছে। কিন্তু এখন এটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজ সহ লঞ্চ করা হল।

Moto G32: 12 হাজারেরও কমে লঞ্চ হল Moto G32-এর নতুন ভ্য়ারিয়েন্ট, কিনুন মাত্র 2,000 টাকায়
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 10:30 AM
Share

Moto G32 Features: ভারতীয় বাজারে Motorola-এর বিরাট জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে ধরে রাখতেই একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে Motorola। এবার Motorola-এর নতুন ভ্য়ারিয়েন্ট Moto G32 ভারতে লঞ্চ হল। Moto G32 ইতিমধ্যেই 4 GB RAM এবং 64 GB স্টোরেজ সহ ভারতীয় বাজারে রয়েছে। কিন্তু এখন এটি 8 GB RAM এবং 128 GB স্টোরেজ সহ লঞ্চ করা হল। আসুন জেনে নেওয়া যাক যে Moto G32-এর নতুন ভ্য়ারিয়েন্টে নতুন কী আছে।

Moto G32 স্মার্টফোনের দাম:

এই ফোনে 8GB র‍্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটির 8GB র‍্যাম ভ্য়ারিয়েন্টটি আজ অর্থাৎ 22 মার্চ থেকে ই-কমার্স সাইট Flipkart-এ 11,999 টাকা দামে কিনতে পারবেন। নতুন ভ্য়ারিয়েন্টটি Satin Silver এবং Mineral Grey রঙের কালার অপশনে কেনা যাবে। এই ফোনের দ্বিতীয় ভ্য়ারিয়েন্টটি 4GB RAM + 64 GB স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 10,499 টাকা। তবে আপনি SBI ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কিনলে 10% ইন্সট্য়ান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও স্মার্টফোনটিতে 9,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। তখন আপনি ফোনটি মাত্র 2,000 টাকায় পেয়ে যাবেন।

Moto G32-এর স্পেসিফিকেশন এবং ক্যামেরা:

Moto G32-এ অ্যান্ড্রয়েড 12 ব্য়বহার করা হয়েছে। নিরাপত্তার জন্য় এতে ThinkShield-এর পাশাপাশি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP52 রেটিংও দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 6.5-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং 1,080×2,400 পিক্সেল) রেজোলিউশন রয়েছে। Snapdragon 680 প্রসেসর এবং স্পোর্টস স্টেরিও স্পিকার সহ ফোনে Dolby Atmos সাপোর্ট করে। এর সঙ্গে ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার এবং ডুয়াল মাইক্রোফোনও পাওয়া যাচ্ছে।

ক্যামেরার প্রসঙ্গে বললে, এতে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগা পিক্সেল ম্যাক্রো লেন্সের সহ আসে। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। ফোনে নিরাপত্তার জন্য ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

Moto G32-এ একটি 5,000mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা 30W টার্বোপাওয়ার দ্রুত চার্জিং সাপোর্ট করে। অন্যান্য কানেকশনের জন্য় রয়েছে 4G LTE, USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ v5.2 এবং NFC।