আচমকাই বাতিল হল Motorola Edge 20 ফোনের সেল! স্পষ্ট কারণ জানায়নি সংস্থা

গত ১৭ অগস্ট মোটোরোলা এজ ২০ এবং মোটোরোলা এজ ২০ ফিউশন- এই দুই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। ২৪ অগস্ট থেকে মোটোরোলা এজ ২০ ফোনের সেল শুরু হওয়ার কথা ছিল। আচমকাই তা বাতিল হয়ে গিয়েছে।

আচমকাই বাতিল হল Motorola Edge 20 ফোনের সেল! স্পষ্ট কারণ জানায়নি সংস্থা
১৭ অগস্ট ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ২০ ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 10:57 PM

মোটোরোলা এজ ২০ মডেল কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে ভারতে। গত ১৭ অগস্ট ভারতের স্মার্টফোনের বাজারে লঞ্চ হয়েছে মোটোরোলার এই ফোন। আগামী ২৪ অগস্ট থেকে এই ফোনের সেল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই মোটোরোলা সংস্থার তরফে জানানো হয়েছে যে, ২৪ অগস্ট এই ফোনের সেল শুরু হচ্ছে না। বদলে মোটোরোলা কর্তৃপক্ষ জানিয়েছেন যে, আগামী ২৪ অগস্ট থেকে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু হবে। কী কারনে মোটোরোলা এজ ২০ ফোনের সেল বাতিল হল তার স্পষ্ট কোনও কারণ জানায়নি সংস্থা। কেবলমাত্র পরে নতুন ভাবে এই ফোনের সেল শুরুর তারিখ জানানো হবে বলে জানিয়েছে তারা।

মোটোরোলা এজ ২০ ফোনের সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হয়েছে মোটরোলা এজ ২০ ফিউশন মডেল। এই ফোনের সেল শুরু হওয়ার কথা আগামী ২৭ অগস্ট। মোটোরোলা এজ ২০ ফোনের সেল বাতিল হলেও মোটোরোলা এজ ২০ ফিউশন ফোনের সেল নিয়ে কোনও নতুন তথ্য দেয়নি সংস্থা। পূর্ববর্তী ঘোষণা মতোই ২৭ অগস্ট দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট এবং অন্যান্য বড় রিটেল স্টোরে এই ফোন উপলব্ধ হবে। কিনতে পারবেন আগ্রহীরা।

মোটোরোলা এজ ২০ ফোনের দাম-

  • একটিই স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ২০ ফোন। এই মডেলের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ফ্রস্টেড পার্ল এবং ফ্রস্টেড এমারেল্ড রঙে দেশে লঞ্চ হয়েছে এই ফোন।

মোটোরোলা এজ ২০ ফিউশন ফোনের দাম-

  • মোটোরোলা এজ ২০ ফিউশন অবশ্য দুটো স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৪৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। Cyber Teal এবং Electric Graphite- এই দুই রঙে দেশে পাওয়া যাবে মোটোরোলা এজ ২০ ফিউশন ফোন।

মোটোরোলা এজ ২০ ফোনের বিভিন্ন ফিচার-

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন অ্যানড্রয়েড ১১ এবং MyUX- এর সাহায্যে পরিচালিত হয়।
  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED Max Vision ডিসপ্লে।
  • মোটোরোলা এজ ২০ ফোনে রয়েছে octa-core Qualcomm Snapdragon 778G প্রসেসর।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর। তার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেনসর, যেখানে রয়েছে টেলিফটো লেন্স এবং ১৬ মেগাপিক্সেলের আর একটি সেনসর, যেখানে রয়েছে আলট্রা ওয়াইড লেন্স। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি সেনসর।
  • এই ফোনের ব্যাটারি ৪০০০mAh। তার সঙ্গে রয়েছে ৩০W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট।

মোটোরোলা এজ ২০ ফিউশন ফোনের বিভিন্ন ফিচার-

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনও মোটরোলা এজ ২০ মডেলের মতো অ্যানড্রয়েড ১১ এবং MyUX- এর সাহায্যে পরিচালিত হয়।
  • এই ফোনেও রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED Max Vision ডিসপ্লে।
  • মোটরোলা এজ ২০ ফিউশন ফোনে রয়েছে একটি octa-core MediaTek Dimensity 800U 5G প্রসেসর।
  • মোটরোলা এজ ২০ এবং এজ ২০ ফিউশন মডেলের ক্যামেরা প্রায় একই। শুধু মোটোরোলা এজ ২০ ফিউশন ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেনসর। এই ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
  • এই ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে রয়েছে ৩০W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন- Realme C21Y: ভারতে আসছে রিয়েলমি ‘সি’ সিরিজের নতুন স্মার্টফোন, দেখুন সম্ভাব্য ফিচার-দাম