OnePlus-এর এই দুই স্মার্টফোনের দাম কমে গেল 2000 টাকা, সুযোগ মিস করতে চাইছেন না কেউই

OnePlus 11 5G Offers: OnePlus-এর অফিসিয়াল সাইটে বিক্রি শুরু হয়েছে। এই সেল চলবে এই 31 অগাস্ট পর্যন্ত। আপনি OnePlus-এর কয়েকটি ফোনের উপর ছাড় পেয়ে যাবেন। OnePlus 11 5G, OnePlus Nord 3, OnePlus প্যাডের মতো অনেক ডিভাইসের উপর ছাড় দেওয়া হচ্ছে।

OnePlus-এর এই দুই স্মার্টফোনের দাম কমে গেল 2000 টাকা, সুযোগ মিস করতে চাইছেন না কেউই
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 10:48 AM

OnePlus Sale: স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় সব ই-কমার্স সাইটেই সেল শুরু হয়েছে। স্মার্টফোন থেকে শুরু করে গ্যাজেট, সব কিছুতেই প্রচুর অফার পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে আপনি যদি OnePlus-এর ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। OnePlus-এর অফিসিয়াল সাইটে বিক্রি শুরু হয়েছে। এই সেল চলবে এই 31 অগাস্ট পর্যন্ত। আপনি OnePlus-এর কয়েকটি ফোনের উপর ছাড় পেয়ে যাবেন। OnePlus 11 5G, OnePlus Nord 3, OnePlus প্যাডের মতো অনেক ডিভাইসের উপর ছাড় দেওয়া হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক আপনি কোন ফোনটি কত দামে কিনতে পারবেন।

OnePlus 11 5G:

এই ফোনের 128 GB ভ্যারিয়েন্টের দাম 56,999 টাকা। কিন্তু সেলে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে এবং আপনি যদি ICICI ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করেন, তাহলে আপনি 2,000 টাকা ছাড় পাবেন। এছাড়াও OneCard ব্যবহারকারীরা ফোনে বিশেষ ছাড় পেতে পারেন। গ্রাহকরা এই কার্ডের অধীনে 2,000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এই ফোনের সবচেয়ে বিশেষ জিনিস হল ফোনটি 100W চার্জিং, 50 মেগাপিক্সেল Sony IMX 890 ক্যামেরা সেন্সর সহ আসে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি Quad-HD+ 10-বিট LTPO 3.0 AMOLED ডিসপ্লে রয়েছে, যাতে 1440×3216 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।

OnePlus 11R 5G:

এই ফোনটিও খুব কম দামে ক। ফোনটির দাম 39,999 টাকা। কিন্তু আপনি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 1000 টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এতে ইএমআই-এর অপশনও রয়েছে। আপনি চাইলে নেটব্যাঙ্কিং-এর ব্যবহারও করতে পারেন। এই ফোনে স্ন্যাপড্রাগন 8+ জেন 1 এসওসি প্রসেসর রয়েছে। ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি পাওয়া যায়, যা একটি 100W চার্জিং সাপোর্ট করে। OnePlus 11R 5G-এ একটি 6.7-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট 120Hz।