OPPO A16 vs Vivo Y21: সস্তার এই দুই ফোনের মধ্যে আপনার জন্য কোনটা সেরা?
OPPO A16 এবং Vivo Y21 এই দুই বাজেট হ্যান্ডসেটে দুরন্ত ডিসপ্লে, চমৎকার ক্যামেরা, দুর্ধর্ষ ব্যাটারি, প্রসেসর সহযোগে আকর্ষণীয় একাধিক ফিচার্স রয়েছে। তবে দুই ফোনের সেরা কে, তাই একবার দেখে নেওয়া যাক।
Budget Smartphones: সস্তায় স্মার্টফোন কিনতে এখন অনেকের ভরসা Amazon বা Flipkart-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম। তবে জনপ্রিয়তম এই ই-কমার্স প্ল্যাটফর্ম দুটি থেকে মানুষজন Xiaomi, Realme-র ফোনই বেশি কেনেন। তা বলে কি কেউ Oppo বা Vivo-র স্মার্টফোন কেনেন না? অবশ্যই কেনেন। তবে পরিসংখ্যান বলছে, এই দুই কোম্পানির ফোন ই-কমার্স প্ল্যাটফর্মের তুলনায় রিটেল দোকানেই সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়। আজ, আমরা Oppo এবং Vivo-র দুটি কম দামি ফোনের তুলনামূলক আলোচনা করে দেখব। সেই দুটি ফোনই 15,000 টাকার মধ্যে পাওয়া যাবে। ফোন দুটির নাম OPPO A16 এবং Vivo Y21। এই দুই বাজেট হ্যান্ডসেটে দুরন্ত ডিসপ্লে, চমৎকার ক্যামেরা, দুর্ধর্ষ ব্যাটারি, প্রসেসর সহযোগে আকর্ষণীয় একাধিক ফিচার্স রয়েছে। তবে দুই ফোনের সেরা কে, তাই একবার দেখে নেওয়া যাক।
OPPO A16 vs Vivo Y21: প্রসেসর
পারফরম্যান্সের দিক থেকে OPPO A16 চালিত হবে একটি Mediatek Helio G35 প্রসেসরের সাহায্যে। অন্য দিকে Vivo Y21 চালিত হচ্ছে Mediatek Helio P35 প্রসেসরের সাহায্যে। পারফরম্যান্সের নিরিখে দুটি ফোনই প্রায় এক। তবে Helio P35-এর CPU পারফরম্যান্স অপেক্ষাকৃত ভাল।
OPPO A16 vs Vivo Y21: ডিসপ্লে
OPPO A16 এবং Vivo Y21 এই দুটি ফোনেই দেওয়া হয়েছে IPS LCD ডিসপ্লে। এদের স্ক্রিন সাইজও প্রায় এক। এদের মধ্যে ভিভো ফোনটিতে রয়েছে 6.51 ইঞ্চির ডিসপ্লে এবং ওপ্পো ফোনটিতে 6.52 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি ফোনই 720 x 1600 পিক্সেল রেজ়োলিউশন অফার করে। OPPO A16-এর স্ক্রিন সাইজ় তার ভিভো প্রতিদ্বন্দ্বীর থেকে একটু বড়।
OPPO A16 vs Vivo Y21: ক্যামেরা
দুটি স্মার্টফোনের রিয়ার ক্যামেরা সেটআপ ভিন্ন। Vivo Y21-এ রয়েছে একটি 13MP প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি 2MP ডুয়াল ক্যামেরার সেটআপ রয়েছে। অন্য দিকে OPPO A16 স্মার্টফোনে দেওয়া হয়েছে 13MP মূল ক্যামেরা এবং গৌণ ক্যামেরার দিক থেকে রয়েছে দুটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের দিক থেকে দুটি ফোনেই 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ ক্যামেরা সেটআপে OPPO A16 ফোনে আপনি পেয়ে যাচ্ছেন অতিরিক্ত একটি ক্যামেরা।
OPPO A16 vs Vivo Y21: ব্যাটারি
দুটি স্মার্টফোনেই বেশ বড় এবং শক্তিশালী 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে Vivo Y21 ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার সাহায্যে ফোনটি খুব দ্রুততার সঙ্গে চার্জ হতে পারে। OPPO A16 এমন ফাস্ট চার্জিংয়ের অপশন নেই। তাই অন্তত চার্জিংয়ের দিক থেকে Vivo Y21 অনেকটা এগিয়ে।
OPPO A16 vs Vivo Y21: অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেমের জন্য দুটি ফোনই Android 11-র উপরে নির্ভর শীল। এদের মধ্যে Vivo Y21 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ভিত্তিক Funtouch OS 11.1 দ্বারা চালিত এবং OPPO A16 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ভিত্তিক ColorOS 11.1 দ্বারা চালিত।
OPPO A16 vs Vivo Y21: দাম
অনলাইনে এই দুটি ফোনের উপরে আপনি নানাবিধ অফার পেয়ে যাবেন ঠিকই। তবে রিটেল দোকানে OPPO A16 ফোনের দাম 12,990 টাকা। অন্য দিকে 15,490 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন Vivo Y21। অর্থাৎ ওপ্পো ফোনটির থেকে এই ভিভো হ্যান্ডসেট সামান্য কিছুটা দামি।
OPPO A16 vs Vivo Y21: কোনটা কিনবেন
ফোন কেনার আগে এই দুই মডেলের তুলনা থেকে আপনি যে বিষয়ে খেয়াল রাখতে পারেন, তা হল OPPO A16 আপনাকে ফাস্ট চার্জিং অফার করছে না। আবার, Vivo Y21 আপনাকে ফাস্ট চার্জিং অফার করলে তিনটে ক্যামেরা আপনি পাবেন না। এছাড়াও দুটি ফোনের দামের তারতম্য মাত্র 2,500 টাকা। এখন এই দুই ফোনের তুলনা আমরা করে দিলাম, দোকানে গিয়ে সেরাটা বেছে নেওয়ার দায়িত্ব আপনার।