সদ্য লঞ্চ হওয়া Oppo A17K এখন 500 টাকা সস্তা, কম বাজেটের ফোন এখন আরও কম দামে
3GB RAM + 64GB স্টোরেজ মডেলের এই Oppo A17K ফোনের দাম 10,499 টাকা। এখন এই ফোনের দামই 500 টাকা কমার ফলে নতুন দাম হয়েছে 9,999 টাকা। Oppo হ্যান্ডসেটটির দুটি কালার অপশন রয়েছে- নীল এবং সোনালি।
Oppo A17K Price Drop: চিনা টেক জায়ান্ট Oppo ভারতে তার জনপ্রিয় একটি স্মার্টফোনের দাম কমাল। সেই ফোনটি হল Oppo A17K। ফোনটির দাম যে কমানো হয়েছে, সে বিষয়ে সংস্থার তরফ থেকে কিছুই জানানো হয়নি। রিটেলার মহেশ টেলিকম বিষয়টি সর্বপ্রথম খেয়াল করে। রিটেলার জানিয়েছে, Oppo A17K হ্যান্ডসেটের দাম ভারতে 500 টাকা কমানো হয়েছে।
Oppo A17K: কত হল নতুন দাম
Oppo A17K ফোনের একটাই মাত্র স্টোরেজ মডেল রয়েছে। চলতি বছরেই অক্টোবর মাসে ফোনটি ভারতে লঞ্চ করা হয়। 3GB RAM + 64GB স্টোরেজ মডেলের এই Oppo A17K ফোনের দাম 10,499 টাকা। এখন এই ফোনের দামই 500 টাকা কমার ফলে নতুন দাম হয়েছে 9,999 টাকা। Oppo হ্যান্ডসেটটির দুটি কালার অপশন রয়েছে- নীল এবং সোনালি।
Oppo A17K: স্পেসিফিকেশন, ফিচার
Oppo A17K স্মার্টফোনে রয়েছে একটি 6.56 ইঞ্চির IPS LCD স্ক্রিন, যা HD+ রেজ়োলিউশন সাপোর্ট করে। ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz এবং পিক ব্রাইটনেস 600 নিটস। সফটওয়্যার হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে কোম্পানির নিজস্ব ColorOS 12.1 ভিত্তিক Android 12 অপারেটিং সিস্টেম।
পারফরম্যান্সের দিক থেকে Oppo A17K চালিত হবে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা রয়েছে 4GB RAM এবং 64GB স্টোরেজের সঙ্গে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল মাইক্রোএসডি কার্ড স্টোরেজ ব্যবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। ফোনের পিছনে রয়েছে একটাই মাত্র 8MP সেন্সর এবং সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
ডিভাইসটিতে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা IPX4 রেটিং প্রাপ্ত। এর অর্থ হল ডিভাইসটি ওয়াটার রেজ়িস্ট্যান্ট। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য হ্যান্ডসেটটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।