AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Oppo Ice Skin Case: বরফের মতো ঠান্ডা! তাক লাগানো হাইড্রোজেল প্রযুক্তির স্মার্টফোন কেস নিয়ে এল ওপ্পো, ফোন গরমই হতে দেবে না…

Smartphone Case With Cooling Tech: বিশেষ প্রযুক্তির স্মার্টফোন কেস নিয়ে এসেছে ওপ্পো, যা আপনার ফোনের তাপমাত্র অন্তত ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম করতে পারবে।

Oppo Ice Skin Case: বরফের মতো ঠান্ডা! তাক লাগানো হাইড্রোজেল প্রযুক্তির স্মার্টফোন কেস নিয়ে এল ওপ্পো, ফোন গরমই হতে দেবে না...
ওপ্পো আইস স্কিন কেস।
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 12:48 PM
Share

বাজারে বরাবরই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্টফোন নিয়ে আসা কারণে ওপ্পো-র (Oppo) যথেষ্ট নামডাক রয়েছে। জনপ্রিয় সেই সংস্থাই এবার অ্যাক্সেসারিজ় লাইনআপের দিকেও এগিয়ে চলেছে। তাক লাগিয়ে দেওয়ার মতো স্মার্টফোন কেস নিয়ে এল ওপ্পো। না, কোনও এলইডি লাইট বা অন্য কোনও ফ্যান্সি গ্র্যাডিয়েন্ট দিয়ে সেই কেস চাকচিক্যপূর্ণ করেনি ওপ্পো। বরং, সেই জায়গায় নিয়ে এসেছে কুলিং প্রযুক্তির স্মার্টফোন কেস (Smartphone Case), যা ফোনটিকে খুবই ঠান্ডা রাখতে পারবে! বিশেষ করে, ভারতের মতো একটা গ্রীষ্ম-নির্ভর দেশে এই ধরনের স্মার্টফোন কেস ব্যাপক ভাবে কার্যকর হতে পারে। ওপ্পো-র এই আইস স্কিন কেসটি (Oppo Ice-Skin Case) আসলে একটি বিশেষ জেল-ভিত্তিক প্রোটেক্টিভ কেস এবং এটি নিয়ে আসা হয়েছে মূলত ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স ৫ প্রো ফোনের জন্যই।

কী ভাবে কাজ করবে এই স্মার্টফোন কেস

ওপ্পো-র এই হাইড্রোজেল ভিত্তিক প্রযুক্তি সেই একই ভাবে কাজ করবে, যে ভাবে আজকের বেশির ভাগ ফোনের জন্যই হিট সিঙ্ক প্রযুক্তি কাজ করে। পারিপার্শ্বিক বাতাস থেকে হাইড্রোজেল মূলত ফোনের আদ্রতা ভাব শুষে নিতে পারে এবং বাষ্পীভবনের মাধ্যমে তা আবার নির্গমণও করতে পারে। এই আইস স্কিন কেস ব্যবহার করছে গ্লেসিয়ার ম্যাট, যা ডেভেলপ করেছে চিনের উহান বিশ্ববিদ্যালয়। এই ম্যাটে রয়েছে মডিফায়েড হাইড্রোজেল প্রযুক্তি, যা কম তাপমাত্রায় বাতাস থেকে অনর্গল আদ্রতা শুষেই নিতে থাকে।

এক কথায়, এই প্রযুক্তি আসলে কুলিং সাইকেল তৈরি করে। সেই সাইকেলেই বারংবার আদ্রতা শুষে নেওয়ার প্রক্রিয়াটি জারি থাকে এবং তাপ নির্গত হয়। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে ওপ্পো আইস স্কিন কেস অন্ততপক্ষে ফোনের তাপমাত্র ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম করতে পারে। ওপ্পো ফাইন্ড এক্স৫ প্রো-র মতো স্মার্টফোনে, যা হাই-গ্রাফিক্স গেম খেলার পক্ষে যথেষ্ট সহায়ক, সেই ধরনের ফোনে এই কুলিং প্রযুক্তির কেস খুবই সহায়ক হতে চলেছে। অন্যান্য কেস যেখানে একটা স্মার্টফোনের সমগ্র অংশ জুড়ে থাকে, এই কেসের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না।

উপলব্ধতা

আপাতত এই ওপ্পো আইস স্কিন কেস এক্সক্লুসিভ রাখা হয়েছে ফাইন্ড এক্স৫ ফ্ল্যাগশিপ সিরিজ়ের জন্যই। আর তাই কেসটি আপাতত চিনের মার্কেটেই উপলব্ধ। তবে জানা গিয়েছে, ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্যান্য দেশেও এই কেসটি শীঘ্রই নিয়ে আসা হবে।

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে ওপ্পো কে১০ স্মার্টফোন। সেই সঙ্গেই হাজির হয়েছে ওপ্পো ইনকো এয়ার ২ এবং ওপ্পো ওয়াচ ফ্রি। এদের মধ্যে ইনকো এয়ার ২ টিডব্লুএস ইয়ারবাডসের দাম ২,৪৯৯ টাকা। আবার ওপ্পো ওয়াট ফ্রি নিয়ে আসা হয়েছে ৫,৯৯৯ টাকা দামে। নতুন ডিজ়াইনের উপরে ভিত্তি করে এই স্মার্ট হাতঘড়িতে থাকছে বেসিক ফিটনেস ব্র্যান্ডের প্রায় সব ফিচার্স।

আরও পড়ুন: আইকিউওও সংস্থার নতুন বাজেট ৪জি স্মার্টফোন লঞ্চ হয়েছে, দাম কত?

আরও পড়ুন: ভারতে আসছে রিয়েলমি সি৩১ ফোন, ইন্দোনেশিয়াতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে, দেশে লঞ্চ হবে কবে?

আরও পড়ুন: যে ৮ কারণে ২০২১ সালের সবথেকে জনপ্রিয় ফোনটিকে হেলায় হারিয়ে দিতে পারে সস্তার গ্যালাক্সি এ১৩