POCO C51 স্মার্টফোন লঞ্চ হল ভারতে, কেন কিনবেন এই ফোন?
POCO C51 Price In India: কম দামের একটি ফোন কেনার প্ল্যান করে থাকলে আপনি এই সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনটি কিনতেই পারেন। কিন্তু কেন কিনবেন এই ফোন?
POCO C51 Features: বেশ কযেকদিন অপেক্ষার পর বাজারে আলোড়ন সৃষ্টি করতে Poco ভারতে Poco C51 বাজেট স্মার্টফোন লঞ্চ করছে। ফোনটির একটি বিশেষত্ব হল কম দাম হওয়া স্বত্ত্বেও এই ফোনে অনেক দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। Poco C51 স্মার্টফোনটিকে MediaTek Helio G36 প্রসেসর, 5000mAh ব্যাটারি, Android 13 Go ভার্সনের মতো শক্তিশালী ফিচারগুলি রয়েছে। কম দামের একটি ফোন কেনার প্ল্যান করে থাকলে আপনি এই সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনটি কিনতেই পারেন। কিন্তু কেন কিনবেন এই ফোন? ফোনে এমন বিশেষ কী আছে, যা অন্য কম দামি ফোনে নেই? চলুন সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
Poco C51-এর দাম:
Poco স্মার্টফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। প্রথম সেলের জন্য স্মার্টফোনটির প্রারম্ভিক মূল্য 7,799 টাকা রাখা হয়েছে। অর্থাৎ আপনি ফোনটি এখন কিনলে 7,799 টাকায় পেয়ে যাবেন। এটি Flipkart-এ বিক্রি করা হবে। সংস্থাটি জানিয়েছে, ডিভাইসটির প্রথম বিক্রয় 10 এপ্রিল থেকে শুরু হবে। তাহবে বুঝতেই পারছেন, আপনাকে এখনও কয়েকটি হাতে গোনা কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। এটি দু’টি রঙয়ে পাওয়া যাবে – পাওয়ার ব্ল্যাক এবং রয়্যাল ব্লু।
Poco C51-এ কী ধরনের স্পেসিফিকেশন রয়েছে?
Poco C51 স্মার্টফোনটিকে HD+ রেজোলিউশন সহ একটি 6.52-ইঞ্চি IPS LCD ডিসপ্লে দিয়ে সজ্জিত করেছে। ডিসপ্লে রেজোলিউশন 1600 x 720 পিক্সেল, সর্বোচ্চ উজ্জ্বলতা 400 নিট, পিক্সেল ঘনত্ব 296PPI। Poco C51-এ রয়েছে MediaTek Helio G36 প্রসেসর, যা 12nm প্রসেসে তৈরি করা হয়েছে। Poco 4GB LPDDR4X RAM এবং 64GB eMMC 5.1 স্টোরেজ সহ চিপসেট লঞ্চ করেছে। কোম্পানির দাবি, এতে ভিআরএএম সহ 7 জিবি পর্যন্ত র্যাম রয়েছে। স্মার্টফোনটিতে 1TB পর্যন্ত মাইক্রো-SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন।
স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 13 Go ভার্সন ব্যবহার করা হয়েছে। Poco স্মার্টফোনটিকে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে f/2.0 অ্যাপারচার সহ একটি 8MP রিয়ার ক্যামেরা এবং 248 x 328পিক্সেল সহ একটি সেকেন্ডারি QVGA লেন্স রয়েছে। ব্যাক ক্যামেরা 30fps এ 1080p পর্যন্ত ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে। ডিসপ্লেতে f/2.2 অ্যাপারচার সহ 5MP সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। এছাড়া এতে 10W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। ডিভাইসটিতে 3.5mm হেডফোন জ্যাক, অ্যাক্সিলোমিটার, GPS, ব্লুটুথ 5.0, Wi-Fi 2.4GHz এবং 4G কানেকশন রয়েছে।