10,000 টাকারও কমে Poco C55 ঝড় তুলতে আসছে শীঘ্রই, থাকছে একাধিক আকর্ষণীয় ফিচার
Poco C55 Teaser: ইলেকট্রনিক কোম্পানি Poco চলতি মাসে (ফেব্রুয়ারি) তাদের X5 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। তবে আবারও Poco তার গ্রাহকদের জন্য় সুখবর নিয়ে হাজির হয়েছে।
Poco C55 Price: ভারতে Poco-এর ফোনের বেশ রমরমা রয়েছে। নতুন বছরেও একের পর এক স্মার্টফোন লঞ্চ করেছে কোম্পানিটি। ইলেকট্রনিক কোম্পানি Poco চলতি মাসে (ফেব্রুয়ারি) তাদের X5 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। তবে আবারও Poco তার গ্রাহকদের জন্য় সুখবর নিয়ে হাজির হয়েছে। কোম্পানিটি জানিয়েছে Poco C55 খুব শীঘ্রই চালু হতে চলেছে। আপনি যদি একটি সস্তা বাজেটের ফোন খুঁজে থাকেন, তাহলে আপনাকে আর কয়েকটি দিন একটু ধৈর্য ধরতে হবে। তারপরেই আপনি Poco-এর এই নতুন ফোনটি কিনতে পারবেন। কারণ Poco-এর নতুন স্মার্টফোন Poco C55 একটি সাশ্রয়ী বাজেটের স্মার্টফোন হবে। কোম্পানি নিজেই তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই নতুন ফোন Poco C55 সংক্রান্ত একটি টিজার প্রকাশ করেছে। শুধু তাই নয়, নতুন স্মার্টফোনের ফাঁস হওয়া ছবিও শেয়ার করেছেন একজন টিপস্টার। সেখান থেকে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। তবে নতুন Poco C55-এর সম্ভাব্য় দাম, ফিচার ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তা দেখে নিন।
?how stopper ?ro performance ?ndless gaming ?ntertainment unlimited ?oesn’t stop here
? ? ?
?how off ?alk with confidence ?void cases ?ood looks
Hold on to your seat, POCO C55 is coming soon. pic.twitter.com/E3QWGV7VBG
— POCO India (@IndiaPOCO) February 15, 2023
Poco C55-এর সম্ভাব্য় দাম ও উপলব্ধতা:
Poco-এর এই নতুন ফোনটির দাম 10 হাজার টাকা হতে পারে। অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা টিজার থেকে জানা গিয়েছে আপনারা এই নতুন ফেনটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।
Poco C55-এর সম্ভাব্য় ফিচার ও স্পেসিফিকেশন:
টিপস্টারের রিপোর্ট অনুসারে, Poco C55 ফোনটি Redmi 12C এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। Redmi 12C ফোনটি 2022-এ চিনে লঞ্চ করা হয়েছিল। তবে, টিজার প্রকাশ করার পরেও, Poco C55 এর দাম এবং বৈশিষ্ট্য সম্পর্কিত অফিসিয়াল তথ্য এখনও কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি তাই সবটাই টিপস্টারের রিপোর্টের তথ্য়।
Poco-এর নতুন স্মার্টফোন হতে পারে Poco C50-এর পরবর্তী মডেল। Poco C50 কোম্পানি চলতি বছরের জানুয়ারিতে লঞ্চ করেছিল। Poco C55 পিছনে একটি লেদার ফিনিশ ডিজাইনের সঙ্গে আসবে বলে মনে করা হচ্ছে। এছাড়া ফরেস্ট গ্রিন কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, Poco C55-এ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। যার 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এছাড়া, এর সেকেন্ডারি রিয়ার ক্যামেরাটি একটি ডেপ্থ সেন্সর হবে। ডিভাইসটির পিছনে একটি ডুয়েল এলইডি ফ্ল্যাশ থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও ফোনের সামনে ওয়াটারড্রপ নচের মধ্যে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।