Realme ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখের কানে POCO মোবাইল? ‘জওয়ান’ ছবির দৃশ্য নিয়ে চর্চা সর্বত্র
Realme-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর সেই ফোন ব্যবহার করছেন বলেই যত বেশি আলোচনা। Realme এবং POCO এই মুহূর্তে দেশের স্মার্টফোন মার্কেটে অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী। ছবিতে শাহরুখকে POCO-র যে মডেলটি ব্যবহার করতে দেখা গিয়েছে, সেটি হল Poco X4 Pro।
‘জওয়ান’ ছবির একটি দৃশ্যে শাহরুখ খানকে দেখা গিয়েছে POCO স্মার্টফোন ব্যবহার করতে। এখন ভেবে দেখুন সেই ব্র্যান্ডের জন্য বিষয়টা কতটা অস্বস্তিজনক হতে পারে, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর খোদ কিং খান। জানেন, কি সেই ব্র্যান্ড? রিয়্যাল লাইফে শাহরুখ খান এখন একটাই স্মার্টফোন ব্র্যান্ড এন্ডর্স করেন। আর সেই স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার নাম Realme। তবে ফিল্মে শাহরুখকে যে ফোনই ব্যবহার করতে দেখা যাক না কেন, ‘জওয়ান’ কিন্তু এর মধ্যেই বাদশাহের ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু, কিং খানের মতো এরকম একজন হিরো কিনা রিল লাইফে POCO ফোন ব্যবহার করবেন, আর তা নিয়ে হইচই হবে না, তা আবার হয় নাকি!
আলোচনা হবেই। তার কারণ, শুধু শাহরুখ ব্যবহার করছেন বলে নয়। বরং, Realme-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর সেই ফোন ব্যবহার করছেন বলেই আরও আলোচনা হবে। Realme এবং POCO এই মুহূর্তে দেশের স্মার্টফোন মার্কেটে অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী। ছবিতে শাহরুখকে POCO-র যে মডেলটি ব্যবহার করতে দেখা গিয়েছে, সেটি হল Poco X4 Pro।
এখন ‘জওয়ান’-এ শাহরুখকে যদি POCO ফোন ব্যবহার করতে দেখা যায়, তা নিয়ে কি Realme-র কোনও সমস্যা আছে? ইন্ডিয়া টুডে টেক এ বিষয়ে রিয়েলমি এবং পোকো দুই সংস্থার সঙ্গেই যোগাযোগ করে। দুই সংস্থাই এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি। কিন্তু সে যাই হোক না কেন। ‘জওয়ান’-এর মতো একটা ছবিতে যখন শাহরুখ খানের হাত দিয়ে একটা ফোনের প্রমোশন করা যায়, তখন যে কোনও ব্র্যান্ডের জন্যই তার থেকে ভাল বিজ্ঞাপন বা প্রচার আর কিছু হতে পারে না।
কিন্তু, কেন Realme নয় এবং তার পরিবর্তে একটা POCO স্মার্টফোন? ইন্ডিয়া টুডে তাদের রিপোর্টে উল্লেখ করছে, রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখের পোকো ফোন ব্যবহার করার পিছনে মূল কারণ হতে পারে, Poco যে সংস্থার ব্র্যান্ড সেই Xiaomi-র সঙ্গে ‘জওয়ান’ ছবিটির প্রযোজকদের কোনও চুক্তি হয়ে থাকতে পারে।
এই অনুশীলন অস্বাভাবিকও কিছু নয়। প্রায়শই অভিনেতাদের বিভিন্ন সিনেমায় বিভিন্ন ডিভাইস ডিসপ্লে করতে দেখা যায়। তার জন্য প্রোডাকশন হাউসগুলির সঙ্গে স্পনসরশিপ চুক্তিও স্বাক্ষরিত হয়। যদি আলিয়া ভাটেরই কথা ধরা হয়। তাঁকে তো ‘রকি রানি কি প্রেম কাহিনি’ ছবিতে Galaxy Z Flip 4 ফোন ব্যবহার করতে দেখা গিয়েছিল। সুতরাং, রিল লাইফে অভিনেতাদের যে কোনও ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু না কিছু প্রচারমূলক বিষয় থাকেই।