AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইফোনের ডিজাইনে বাজারে আসছে Realme C53, 108 MP ক্যামেরা ছাড়াও আছে আরও চমক

Realme C53 Features: মালয়েশিয়ায় লঞ্চ করা মডেলে একটি 6.74-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz, স্পর্শ স্যাম্পলিং রেট 180Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 650 nits।

আইফোনের ডিজাইনে বাজারে আসছে Realme C53, 108 MP ক্যামেরা ছাড়াও আছে আরও চমক
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 10:04 AM
Share

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Realme ভারতে তাদের নতুন ফোন Realme C53 লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে। তবে এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এই ফোনটি 19 জুলাই ভারতে লঞ্চ হবে। এই ফোনের বিশেষত্ব হল এতে আইফোনের মতো ডিজাইনে দেওয়া হয়েছে। ফোনটি ইতিমধ্যেই মালয়েশিয়ায় আনা হয়েছে। এই ফোনে একটি অক্টা কোর প্রসেসর এবং 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। অর্থাৎ আপনি কম দামেই আইফোনের ডিজাইনের একটি ফোন কিনতে পারবেন।

Realme C53-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

ভারতে যে মডেলটি লঞ্চ হবে, তার একটি ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখানো হয়েছে। Realme-ও এই বিষয়ে নিশ্চিত করেছে। সেই তথ্য অনুযায়ী, ফোনটিতে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা প্যাক রয়েছে এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। ফোনটি সম্পর্কে অন্য কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি। মালয়েশিয়ায় লঞ্চ করা Realme C53 মডেলটিতে 50-মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে।

ফোনটিতে আর কী রয়েছে?

মালয়েশিয়ায় লঞ্চ করা মডেলে একটি 6.74-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz, স্পর্শ স্যাম্পলিং রেট 180Hz এবং সর্বোচ্চ ব্রাইটনেস 650 nits।

Realme C53-এ 6 GB RAM সহ 128 GB স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক Realme UI T সংস্করণটি আউট-অফ-দ্য-বক্স ব্যবহার করা হয়েছে।

এই ফোনের ব্যাটারিটি 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি জিপিএস, এনএফসি, ওয়াইফাই, ইউএসবি টাইপ-সি এবং ব্লুটুথ v5.0 কানেকশন সাপোর্ট রয়েছে। একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।