AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme Narzo 30: ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টে ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি ভ্যানিলা নারজো ৩০

রিয়েলমি সংস্থার ভারত এবং ইউরোপের সিইও মাধব শেঠ টুইট করে জানিয়েছেন যে, ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ভ্যানিলা নারজো ৩০ ফোন। 

Realme Narzo 30: ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টে ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমি ভ্যানিলা নারজো ৩০
এই ফোন দু'টি লঞ্চের কথা ঘোষণা করেছেন সংস্থার সিইও মাধব শেঠ।
| Edited By: | Updated on: Jun 18, 2021 | 11:13 AM
Share

রিয়েলমি নারজো ৩০ খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন, সংস্থার সিইও মাধব শেঠ। এর আগে নারজো ৩০এ এবং নারজো ৩০ প্রো ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এবার ভ্যানিলা নারজো ৩০ মডেল ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়ার পালা। শোনা যাচ্ছে ৪জি ভ্যারিয়েন্টে MediaTek Helio G95 প্রসেসর এবং ৫জি ভ্যারিয়েন্টে MediaTek Dimensity 700 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে।

রিয়েলমি সংস্থার ভারত এবং ইউরোপের সিইও মাধব শেঠ টুইট করে জানিয়েছেন যে, ৪জি এবং ৫জি ভ্যারিয়েন্টে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ভ্যানিলা নারজো ৩০ ফোন।

৪জি ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার-

১। অ্যানড্রয়েড ১১ এবং Realme UI 2.0 যুক্ত এই ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

২। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে এই ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজ বাড়ানোর অপশনও থাকতে পারে।

৩। রিয়েলমি নারজো ৩০ ৪জি মডেলে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ২ মেগাপিক্সেলের দুটি মোনোক্রোম এবং ম্যাক্রো সেনসর থাকতে পারে। ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।

৪। এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। সেখানে থাকতে পারে ৩০ ওয়াটের ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট।