Redmi 10 Power বিশাল ডিসকাউন্টে! Amazon-এ 34% ছাড়ের পর 18,999 টাকা থেকে কমে 12,499 টাকা

এই Redmi 10 Power ফোনের উপরে সরাসরি 34% ছাড় দিচ্ছে Amazon। তার ফলে ফোনের দাম 18,999 টাকা থেকে কমে সরাসরি 12,499 টাকা হয়ে যাচ্ছে। তবে অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার।

Redmi 10 Power বিশাল ডিসকাউন্টে! Amazon-এ 34% ছাড়ের পর 18,999 টাকা থেকে কমে 12,499 টাকা
ব্যাপক ছাড়ে রেডমি মোবাইল।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 1:09 PM

Redmi 10 Power OFFER Price: কম দামের মধ্যেই চমৎকার একটা স্মার্টফোনের খোঁজ করছেন? বেশ ভাল কিছু ফিচার্স রয়েছে, বেশ ভাল একটা ক্যামেরা, বড় ডিসপ্লে, মজবুত ব্যাটারি, এই সবকিছুরই খোঁজ করছেন একটাই ফোনে? তার উপরে যদি একটা জম্পেশ অফার থাকে, তাহলেই বা মন্দ কী! মন্দের কিসসু নেই! একটা ফোনে এতসব ফিচারের পাশাপাশি অফার থাকলেও তো বেশ ভালই! এই সবকিছুর জন্য আপনাকে Amazon-এ যেতে হবে এখনই। সেখানেই আপনি পেয়ে যাবেন Redmi 10 Power, যে ফোনে আকর্ষণীয় কিছু অফারও রয়েছে।

Redmi 10 Power: অ্যামাজ়নে দুর্দান্ত অফার

এই Redmi 10 Power ফোনের উপরে সরাসরি 34% ছাড় দিচ্ছে Amazon। তার ফলে ফোনের দাম 18,999 টাকা থেকে কমে সরাসরি 12,499 টাকা হয়ে যাচ্ছে। তবে অফারের এখানেই শেষ নয়। এরপরেও আবার রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার। তার ফলে এই ফোনের দাম আরও কম হয়ে যাবে।

যে কোনও ব্যাঙ্কের কার্ড ব্যবহারে কাস্টমাররা পেয়ে যাবেন ফ্ল্যাট 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। HDFC Bank-এর কার্ড যদি থাকে তাহলে পেয়ে যাবেন 1,250 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সেই HDFC Bank-এর কার্ড ব্যবহার করেই আবার যদি আপনি EMI ট্রানজ়াকশনে ফোনটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন আরও 3,000 টাকার ডিসকাউন্ট।

Redmi 10 Power: ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি স্ন্যাপড্রাগন 680 প্রসেসরের সাহায্যে। রয়েছে একটি শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি। ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরাও রয়েছে। এছাড়া চমৎকার একটি 6.71 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাওয়ার ব্ল্যাক এবং স্পোর্টি অরেঞ্জ এই দুই রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।