15,000 টাকার মধ্যে Redmi 11 Prime 4G এবং 5G লঞ্চ হল ভারতে, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি

Redmi 11 Prime 4G এবং 5G ফোন দুটি ভারতে লঞ্চ হয়ে গেল বাজেট সেগমেন্টে। এদের দাম ও ফিচার সংক্রান্ত যাবতীয় তথ্য একনজরে দেখে নিন।

15,000 টাকার মধ্যে Redmi 11 Prime 4G এবং 5G লঞ্চ হল ভারতে, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি
এসে গেল Redmi 11 Prime 5G এবং 4G।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 7:11 PM

Redmi 11 Prime: মঙ্গলবার ভারতে এক ধাক্কায় তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করল রেডমি। তাদের মধ্যে এক্কেবারে লো-বাজেটের Redmi A1 ফোনটির ব্যাপারে আমরা আগেই জেনেছি। এছাড়াও এদিন Redmi 11 Prime-এর 4G এবং 5G মডেল নিয়ে এসেছে সংস্থাটি। আগের ফোনটি এন্ট্রি-লেভেলের হলে এই প্রাইম মডেল দুটি বাজেট সেগমেন্টেই লঞ্চ করা হয়েছে। এদের মধ্যে Redmi Prime 11 5G ফোনে রয়েছে MediaTek 700 প্রসেসর এবং 50MP ক্যামেরা। অন্য দিকে Redmi Prime 11 রেগুলার বা 4G মডেলটিতে রয়েছে Mediatek Helio G99 প্রসেসর। দুটি ফোনেরই দাম-সহ বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Redmi 11 Prime 4G এবং 5G-র দাম ও উপলব্ধতা

Redmi 11 Prime 4G মডেলটি নিয়ে আসা হয়েছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে বেস 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা এবং 6GB RAM + 128GB মডেলটির দাম 14,999 টাকা। প্লেফুল গ্রিন, ফ্ল্যাশি ব্ল্যাক এবং পেপি পার্পল শেড- এই তিন রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

অন্য দিকে Redmi 11 Prime 5G ফোনটিও দেশে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে 4GB RAM + 64GB মডেলের দাম 13,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। মিডো গ্রিন, ক্রোম সিলভার এবং থান্ডার ব্ল্যাক- এই তিন রঙে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

9 সেপ্টেম্বর থেকে দুটি ফোনই অ্যামাজ়ন, এমআই-এর অফিসিয়াল ওয়েবসাইট, এমআই হোম এবং রিটেল দোকানে কিনতে পারবেন আগ্রহীরা। ICICI Bank কার্ড ব্যবহার করে যাঁরা এই ফোন ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 1000 টাকা ডিসকাউন্ট।

Redmi 11 Prime 4G এবং 5G-র স্পেসিফিকেশন ও ফিচার

দুটি ফোনের সব ফিচারই এক। কেবল এদের প্রসেসর দুটি আলাদা। দুটি প্রসেসর মিডিয়াটেক হলেও তাদের বিভিন্ন ভার্সন ব্যবহৃত হয়েছে Redmi 11 Prime 4G এবং 5G ফোন দুটিতে। রয়েছে 6.58 ইঞ্চির ফুল HD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz।

পারফরম্যান্সের দিক থেকে Redmi 11 Prime 5G ফোনটি চালিত হবে একটি MediaTek 700 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত র‌্যামের সঙ্গে। অন্য দিকে Redmi 11 Prime 4G ফোনে দেওয়া হয়েছে একটি MediaTek Helio G99 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 6GB পর্যন্ত র‌্যামের সঙ্গে।

Redmi 11 Prime 4G এবং 5G ফোন দুটিতে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য দুটি মডেলেই থাকছে 8MP করে ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

এছাড়া এই দুই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং রিটেল বক্সে একটি 18W চার্জারও থাকছে।