Redmi A2, Redmi A2+ লঞ্চ হল ভারতে, একটির দাম 5,999 টাকা, অপরটি 8,499 টাকায়

Redmi A2 Plus ফোনটি লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভার্সনে। সেই 4GB + 64GB ভ্যারিয়েন্টের দাম 8,499 টাকা। অন্য দিকে সস্তার Redmi A2 লঞ্চ করা হয়েছে মোট তিনটি স্টোরেজ অপশনে। তাদের মধ্যে 2GB + 32GB স্টোরেজ মডেলের দাম 5,999 টাকা, 2GB + 64GB স্টোরেজ ভার্সনের দাম 6,499 টাকা এবং 4GB + 64GB মডেলের দাম 7,499 টাকা।

Redmi A2, Redmi A2+ লঞ্চ হল ভারতে, একটির দাম 5,999 টাকা, অপরটি 8,499 টাকায়
এসে গেল এক্কেবারে সস্তার দুই রেডমি ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 6:48 PM

Redmi ভারতে দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করল। ফোন দুটির নাম Redmi A2 এবং Redmi A2 Plus। এই সিরিজ়ের ফোনের দাম শুরু হচ্ছে 5,999 টাকা থেকে। Redmi A2 Plus ফোনটি একটু দামি। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই প্লাস মডেলে রয়েছে অক্টা-কোর হেলিও G36 প্রসেসর, 6.52 ইঞ্চির ডিসপ্লে, 120Hz টাচ স্যাম্পলিং রেট, 5000mAh ব্যাটারি ও তার সঙ্গে 10W ইন বক্স চার্জার। চমৎকার একটি 8 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেমও রয়েছে ফোনটিতে। দুটি ফোনই আপনি পেয়ে যাবেন সি গ্রিন, কামিং অ্যাকোয়া ব্লু এবং ক্লাসিক ব্ল্যাক এই তিনটি কালার অপশনে। 23 মে থেকে অ্যামাজ়ন এবং এমআই-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Redmi A2, Redmi A2 Plus: কত দামে পাওয়া যাবে ফোন দুটি?

Redmi A2 Plus ফোনটি লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভার্সনে। সেই 4GB + 64GB ভ্যারিয়েন্টের দাম 8,499 টাকা। অন্য দিকে সস্তার Redmi A2 লঞ্চ করা হয়েছে মোট তিনটি স্টোরেজ অপশনে। তাদের মধ্যে 2GB + 32GB স্টোরেজ মডেলের দাম 5,999 টাকা, 2GB + 64GB স্টোরেজ ভার্সনের দাম 6,499 টাকা এবং 4GB + 64GB মডেলের দাম 7,499 টাকা। ইন্ট্রোডাক্টারি অফারে ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা এই দুটি ফোন ক্রয় করলে অতিরিক্ত 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Redmi A2, Redmi A2 Plus: ফিচার ও স্পেসিফিকেশন

দুটি Redmi ফোনেই রয়েছে 6.52 ইঞ্চির HD Plus ডিসপ্লে। দুটি ফোনের ডিসপ্লেই 120Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। রয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। একটি ইন-বিল্ট FM রেডিও অ্যাপও রয়েছে, যা ব্যবহারকারীদের এন্টারটেইন করবে।

Redmi A2 সিরিজ়ের ফোনগুলি পারফরম্যান্সের দিক থেকে চালিত হবে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G36 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে।

রয়েছে 5000mAh ব্যাটারি, যা পেয়ার করা থাকছে 10W ইন-বক্স চার্জারের সঙ্গে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এক চার্জে কোনও কার্যকলাপ ছাড়া এই ফোনটি এক মাস স্ট্যান্ডবাই টাইম দিতে পারে। অন্য দিকে মিউজ়িক প্লেব্যাক এবং ভিডিয়ো প্লেব্যাক করার পর 150 ঘণ্টার ব্যাকআপ দিতে পারে।

Redmi A2 সিরিজ়ের এই দুটি ফোনেই রয়েছে 8MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। সংস্থা জানিয়েছে, ক্রিস্টাল ক্লিয়ার ভিডিয়ো কলিং এক্সপিরিয়েন্স দিতে পারবে এই ফোনের ক্যামেরা সেটাপ। এছাড়া, ফোনটির ক্যামেরা ফিচার্সের মধ্যে রয়েছে পোর্ট্রেইট মোড, টাইম ল্যাপস এবং শর্ট ভিডিয়োর মতো জরুরি ফিচার্স।