জনপ্রিয় Samsung Galaxy F23 5G এখন 1,500 টাকা সস্তা, সঙ্গে লোভনীয় অফারও

Smartphone Price Drop: একটি জনপ্রিয় ফোনের দাম কমাল স্যামসাং। আর সেই মডেলটি হল Samsung Galaxy F23 5G। এই ফোনের দুটি মডেলের দামই 1,500 টাকা করে কমানো হয়েছে। নতুন দাম কত, আর কী-কী অফার মিলতে পারে, দেখে নিন।

জনপ্রিয় Samsung Galaxy F23 5G এখন 1,500 টাকা সস্তা, সঙ্গে লোভনীয় অফারও
সস্তা হল জনপ্রিয় গ্যালাক্সি ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 1:33 PM

স্যামসাং তার জনপ্রিয় একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের দাম কমাল। আর সেই ফোনটি হল অত্যন্ত জনপ্রিয় Samsung Galaxy F23 5G। এক ধাক্কায় এই ফোনের দাম 1,500 টাকা কমানো হয়েছে। এদিকে আবার সংস্থাটি গত বছর লঞ্চ হওয়া একটি গ্যালাক্সি ঘড়ির দামও কমিয়েছে। সেই Galaxy Watch 4 এখন অনেকটাই সস্তা। তারপরই Galaxy F23 5G ফোনটির দাম কমানো হল। ফোনটির দুই ভ্যারিয়েন্টের দামই 1,500 টাকা করে কমানো হয়েছে।

Samsung Galaxy F23 5G: নতুন দাম ও অফার

এই স্যামসাং গ্যালাক্সি ফোনটির মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। তাদের মধ্যে 4GB+128GB মডেলের দাম 17,499 টাকা এবং 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18,499 টাকা। এখন এই 1,500 টাকা দাম কমার ফলে ফোনটির 4GB ও 6GB RAM মডেলগুলির নতুন দাম হতে চলেছে যথাক্রমে 15,999 টাকা এবং 16,999 টাকা।

মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে এই ফোনটি ক্রয় করতে পারবেন উপভোক্তারা। সেগুলি হল, ফরেস্ট গ্রিন, অ্যাকোয়া ব্লু এবং কুপার ব্লাশ। তবে অফারের এখানেই শেষ নয়। এর পরেও আবার Galaxy F23 5G ফোনটি যাঁরা ICICI Bank-এর ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন অতিরিক্ত 1,000 টাকা ছাড়। এছাড়াও কাস্টমাররা নো কস্ট EMI অপশনেও ফোনটি ক্রয় করার সুযোগ পাবেন, যার জন্য খরচ হবে প্রতি মাসে 1,665 টাকা।

Samsung Galaxy F23 5G: স্পেসিফিকেশন, ফিচার

এই ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ TFT ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন 750G প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB/6GB RAM এবং 128GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে। এছাড়াও এই ফোনে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। এই রিয়ার ক্যামেরা প্যানেল 30fps রেটে 4K ভিডিয়ো রেকর্ডিং করতে পারে এবং 480fps-এ স্লো-মোশন ভিডিয়ো বানাতে সাহায্য করবে।

Samsung Galaxy F23 5G ফোনে রয়েছে একটি অত্যন্ত শক্তিশালী 5000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে 12 ব্যান্ডের 5G, ডুয়াল সিম স্লট, একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, 3.5mm অডিও পোর্ট এবং NFC। সিকিওরিটির দিক থেকে সাইড ফিঙ্গারপ্রিন্ট লক এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে ফোনটিতে।