AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samsung Galaxy M14 5G ফোন এখন আরও সস্তা, এই অ্যাপে 4 হাজার টাকার বাম্পার ছাড়

Samsung Galaxy M14 5G Price: এই ফোনে আপনি 4GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। এছাড়াও এটি 6.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে Samsung Galaxy M14-এ রয়েছে 50MP সেন্সর।

Samsung Galaxy M14 5G ফোন এখন আরও সস্তা, এই অ্যাপে 4 হাজার টাকার বাম্পার ছাড়
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 9:45 AM
Share

Samsung Galaxy M14 5G Offers: Samsung-এর একটি জনপ্রিয় ফোন হল Samsung Galaxy M14, যা সবসময় ট্রেন্ডে থাকে। অনেক সময়ই এই ফোনের উপর ছাড় দেওয়া হয়। তার একমাত্র কারণ হল বিক্রি বাড়ানো। জনপ্রিয়তার দিকে খেয়ার রেখে কোম্পানিটি আবারও এই ফোনের উপর ছাড় দিচ্ছে। এতে আপনি অনেক কমে Samsung Galaxy M14 ফোনটি কিনে নিতে পারবেন। অনলাইনে এই ফোনটির উপর বিরাট ছাড় দেওয়া হচ্ছে। ফোনে 1 বছরের ওয়ারেন্টি এবং X সরিজের জন্য 6 মাসের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এই ফোনে আপনাকে 4GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক আপনি কোথায়, কত ছাড়ে এই ফোনটি পাবেন।

Samsung Galaxy M14-এ কী-কী অফার রয়েছে?

আপনি Flipkart থেকে Samsung Galaxy M14 5G অর্ডার করতে পারেন। এই ফোনের দাম হল 17,990 টাকা এবং আপনি এটি 15% ডিস্কাউন্টের পরে 15,256 টাকায় কিনতে পারবেন। এছাড়াও এতে অনেক ব্যাঙ্ক অফারও পাবেন। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে যদি ইএমআই-এ ফোনটি কেনেন তাহলে 1250 টাকার আলাদা ডিসকাউন্টও পাবেন। কিন্তু এই অফার পেতে হলে আপনাকে আরও কিছু শর্ত খেয়াল রাখতে হবে।

কোম্পানির পক্ষ থেকে এই ফোনের 1 বছরের ওয়ারেন্টি এবং এক্সেসরিজের জন্য 6 মাসের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এতে আপনি ফাস্ট ডেলিভারি পেয়ে যাবেন। অর্থাৎ একদিনের মধ্য়েই এটি আপনার বাড়ি পৌছে যাবে। তবে আপনাকে এই ফোনে এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে না।

কী এমন আছে এই ফোনে?

এই ফোনে আপনি 4GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। এছাড়াও এটি 6.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে Samsung Galaxy M14-এ রয়েছে 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে দু’টি 2MP সেন্সর। একটি ম্যাক্রো এবং অপরটি ডেপথ শটস। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 13MP সেন্সর দেওয়া হয়েছে। 1080p রেজ়োলিউশনে ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম এই স্মার্টফোন। এতে 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।