AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samsung-এর জনপ্রিয় ফোনে Amazon ও Flipkart দুই কোম্পানিরই ছাড়, ₹2999 দামে কেনার বিশেষ শর্ত

Samsung Galaxy M53 5G ফোনটি আপনি অ্যামাজ়নে পেয়ে যাবেন মাত্র 27,999 টাকায়। যদি নিজেকে একটি Galaxy M53 5G-তে আপগ্রেড করে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 25,000 টাকা অতিরিক্ত ছাড়। তার ফলে, এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 2,999 টাকায়।

Samsung-এর জনপ্রিয় ফোনে Amazon ও Flipkart দুই কোম্পানিরই ছাড়, ₹2999 দামে কেনার বিশেষ শর্ত
ব্যাপক ছাড়ে Samsung মোবাইল।
| Edited By: | Updated on: Apr 30, 2023 | 12:52 PM
Share

Samsung Galaxy M53 5G OFFER: ফোন কেনার চিন্তাভাবনা করছেন? জনপ্রিয় একটি Samsung ফোনে দুর্দান্ত অফার রয়েছে আপনার জন্য। Amazon এবং Flipkart দুই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেই আপনি সেই অফার পেয়ে যাবেন। জানেন, কী সেই ফোন? আপনার মনপসন্দ ফোনটা, যা আপনি এতদিন ধরে কিনবেন বলে পিছিয়ে আসছিলেন। সেই ফোনের নাম Samsung Galaxy M53 5G। এই মুহূর্তে ফোনটির দাম 35,000 টাকা। এখন কত কম দামে এই ফোনটি আপনি পাবেন, কী-কী অফার রয়েছে, জেনে নিন সব তথ্য।

Amazon: কত টাকা ছাড় পাবেন

সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy M53 5G ফোনটি আপনি অ্যামাজ়নে পেয়ে যাবেন মাত্র 27,999 টাকায়। এখন আপনি যদি Yes Bank-এর কার্ড ব্যবহার করে এই ফোনটি ক্রয় করেন, সেক্ষেত্রে 1,500 টাকা অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। তবে, সবথেকে বড় ছাড়টি আপনি পাবেন এক্সচেঞ্জ অফারে। আপনার পুরনো ফোনটা Amazon-এর কাছে দিয়ে যদি নিজেকে একটি Galaxy M53 5G-তে আপগ্রেড করে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 25,000 টাকা অতিরিক্ত ছাড়। তার ফলে, এই ফোন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 2,999 টাকায়।

Flipkart: কত টাকা ছাড় পাবেন

শুধু অ্যামাজ়ন নয়। এই স্যামসাং গ্যালাক্সি ফোনের উপরে আপনাকে অফার দিচ্ছে Flipkart-ও। ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়ার পর ই-কমার্স প্ল্যাটফর্মটি এই Galaxy M53 5G আপনাকে 24,595 টাকায় তুলে দেবে। আবার আপনার কাছে যদি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের কার্ড থাকে, তাহলে 1,000 টাকা অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। যদিও ফ্লিপকার্ট আপনাকে এই ফোনের উপরে এক্সচেঞ্জ অফার দিচ্ছে না।

Samsung Galaxy M53 5G: ফিচার ও স্পেসিফিকেশন

1) এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে, যার স্ক্রিন রিফ্রেশ রেট 120Hz।

2) পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভিত্তিক One UI 5.1 অপারেটিং সিস্টেম।

3) রয়েছে বেশ বড় এবং শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট-চার্জিং সাপোর্ট করবে।

4) চারটি ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি সেন্সর 108MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা, 2MP ডেপথ এবং 2MP ম্যাক্রো সেন্সর।