AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গিরগিটি স্মার্টফোন’ Vivo V23 5G এবার 14,000 টাকা ছাড়ে কেনার সুযোগ, Flipkart-এর চমৎকার অফার

Vivo V23 5G Offer Price: ফ্লিপকার্টে ভিভো ভি২৩ ৫জি ফোনে আকর্ষণীয় অফার মিলছে। কত কম দামে এই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন, এখনই জেনে নিন।

'গিরগিটি স্মার্টফোন' Vivo V23 5G এবার 14,000 টাকা ছাড়ে কেনার সুযোগ, Flipkart-এর চমৎকার অফার
রোদ্দুরে রং বদলাতে পারে এই স্মার্টফোন।
| Edited By: | Updated on: Jun 12, 2022 | 7:55 AM
Share

কয়েক মাস আগেই দেশের বাজারে একটি চমৎকার স্মার্টফোন নিয়ে আসে Vivo। সেই Vivo V23 5G ফোনটির আর এক নাম গিরগিটি স্মার্টফোন। কারণ, এই ফোনটি গিরগিটির মতোই রং বদলাতে পারে। কালার চেঞ্জিংয়ের মতো অভাবনীয় ফিচার থাকার ফলে স্বাভাবিক ভাবেই ফোনটির দাম ছিল একটু বেশি। কিন্তু সেই ফোনই এবার ব্যাপক ছাড়ে কেনার সুযোগ এসে গিয়েছে। Flipkart থেকে আপনি যদি ফোনটি ক্রয় করেন, তাহলে এক ধাক্কায় পেয়ে যাবেন 14,000 টাকা ছাড়। এই রংবদলু ফোনের অফার-সহ যাবতীয় ফিচার্স ও স্পেসিফিকেশনস সম্পর্কিত তথ্যগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

Vivo V23 5G স্পেসিফিকেশনস ও ফিচার্স

এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে। স্পিড ও মাল্টিটাস্কিংয়ের জন্য একটি শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 920 প্রসেসর দেওয়া হয়েছে।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই স্মার্টফোনে রয়েছে 64MP প্রাইমারি সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যাম। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 50MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। সেই সঙ্গেই রয়েছে আরও একটি 8MP ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর। বেশ বড় একটি 4,200mAh ব্যাটারি রয়েছে এই ফোনে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Vivo V23 5G ভারতে দাম

এই ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 29,990 টাকা। অন্য দিকে ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ স্পেসের দাম 34,990 টাকা।

Flipkart-এর অফার

HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীরা Vivo V23 5G ফোনটি ক্রয় করলে Flipkart থেকে পেয়ে যাবেন 1500 টাকা ডিসকাউন্ট।

আবার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করতে চাইলে মিলবে 12,500 টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট। আর সব মিলিয়ে এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন 14,000 টাকা ছাড়। Vivo V23 5G ফোনের 8GB RAM মডেলটি ক্রয় করতে আপনার খরচ হবে 15,990 টাকা। আবার ফোনটির 12GB RAM মডেলটির জন্য আপনাকে 20,990 টাকা খরচ করতে হবে।