2023 সালে সবথেকে বেশি ডাউনলোড করা হয়েছে এই 5 অ্যাপ
এই তালিকায় এক নম্বরে রয়েছে Google। অ্যাপ ডাউনলোডের পরিসংখ্যানই যেন তা পরিষ্কার করে দিয়েছে। তার ঠিক পরেই দ্বিতীয় সর্বাধিক ডাউনলোডেড অ্যাপের তালিকায় রয়েছে ইনস্টাগ্রাম। অ্যানালিস্ট প্ল্যাটফর্ম অ্যাপ অ্যানির রিপোর্ট অনুযায়ী, গুগল অ্যাপটি এখন পর্যন্ত প্রায় 449 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। যার মধ্যে কেবল 2023 সালেই অ্যাপটি 40 মিলিয়ন সংখ্যক বার ডাউনলোডেড হয়েছে।
2023 সালে কোন অ্যাপ সবথেকে জনপ্রিয় হয়েছে? জানতে ইচ্ছে হয় তো নাকি! অ্যাপের জনপ্রিয়তা মানেই তা আসলে কতটা পরিমাণ ডাউনলোড করা হয়েছে। পরিসংখ্যান বলছে, এই তালিকায় এক নম্বরে রয়েছে Google। অ্যাপ ডাউনলোডের পরিসংখ্যানই যেন তা পরিষ্কার করে দিয়েছে। তার ঠিক পরেই দ্বিতীয় সর্বাধিক ডাউনলোডেড অ্যাপের তালিকায় রয়েছে ইনস্টাগ্রাম। অ্যানালিস্ট প্ল্যাটফর্ম অ্যাপ অ্যানির রিপোর্ট অনুযায়ী, গুগল অ্যাপটি এখন পর্যন্ত প্রায় 449 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। যার মধ্যে কেবল 2023 সালেই অ্যাপটি 40 মিলিয়ন সংখ্যক বার ডাউনলোডেড হয়েছে।
এদিকে ইনস্টাগ্রামও এক্কেবারে গুগলের ঘাড়েই নিঃশ্বাস ফেলেছে। গত বছরে এই অ্যাপও প্রায় 30 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় অ্যাপ, রিলায়েন্স জিও। মুকেশ আম্বানির সংস্থার অ্যাপটি এতদিনে মোট যেখানে 266 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে, সেখানে কেবল 2023 সালেই অ্যাপটি 18 মিলিয়ন বার ডাউনলোডেড হয়েছে। একনজরে দেখে নিন, 2023 সালে কোন অ্যাপ কত বার ডাউনলোড করা হয়েছে।
সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ
গুগল – মোট ডাউনলোড 449 মিলিয়ন। (2023 সালেই 40 মিলিয়ন ডাউনলোড।)
ইনস্টাগ্রাম – মোট ডাউনলোড 364 মিলিয়ন। (2023 সালেই 30 মিলিয়ন ডাউনলোড।)
রিলায়েন্স জিও – মোট ডাউনলোড 266 মিলিয়ন। (2023 সালেই 18 মিলিয়ন ডাউনলোড।)
ফ্লিপকার্ট – মোট ডাউনলোড 220 মিলিয়ন। (2023 সালেই 28 মিলিয়ন ডাউনলোড।)
হোয়াটসঅ্যাপ – মোট ডাউনলোড 210 মিলিয়ন। (2023 সালেই 20 মিলিয়ন ডাউনলোড।)
মেটা – মোট ডাউনলোড 207 মিলিয়ন। (2023 সালেই 21 মিলিয়ন ডাউনলোড।)
সবথেকে পছন্দের অ্যাপ
জনপ্রিয়তা বা সর্বাধিক ডাউনলোডের নিরিখে যদি হিসেবটা করা হয়, তাহলে অবশ্যই আলাদা করে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের জনপ্রিয়তা সকলের নজর কেড়েছে। কিন্তু যদি এই তিনটে প্ল্যাটফর্মকেই একত্রিত করা হয়, তাহলে তো মেটার ধারেকাছে আর কোনও প্ল্যাটফর্মই নেই। গত বছরে 70 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে মেটা। এই রেকর্ড পরিমাণ ডাউনলোডের সংখ্যা প্ল্যাটফর্মটিকে নিয়ে গিয়েছে সর্বমোট 782 মিলিয়ন বার ডাউনলোডে। এদিকে আবার গুগলের মূল সংস্থা আলফাবেট এইএনসির ডাউনলোডও 527 মিলিয়নে পৌঁছে গিয়েছে।
ফ্লিপকার্টকে কড়া টক্কর দিচ্ছে মিশো
ই-কমার্স সেক্টরে ফ্লিপকার্টকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে মিশো। Meesho ছোট শহরগুলির চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। 2023 সালের শেষে 35.8 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী নিয়ে Meesho সহজেই Shopsy থেকে এগিয়ে গিয়েছিল, যার 11 মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী ছিল। সক্রিয় ব্যবহারকারীর পরিপ্রেক্ষিতে ই-কমার্স প্রযুক্তি সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্টের মধ্যে প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। বছরের শেষে ফ্লিপকার্টের 82.1 মিলিয়নের তুলনায় অ্যামাজনের 76 মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী ছিল।