রিয়েলমি এবং রেডমি-র পর এবার ১০৮ মেগাপিক্সেলের ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা। সূত্রের খবর, সম্ভবত মোটো জি সিরিজে লঞ্চ হতে চলেছে এই মডেল। এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 870 প্রসেসর এবং 120Hz রিফ্রেশ রেট- সহ ডিসপ্লে। গত ২৫ মার্চ লঞ্চ হয়েছিল মোটো জি১০০। সেই মডেলে ছিল ৮৭০ চিপসেট। মোটোরোলা জি সিরিজের ১০৮ মেগাপিক্সেলের ফোনেও থাকবে এই একই চিপসেট।
এই ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার-
১। এই স্মার্টফোনের কোড নাম হতে পারে Hanoi। XDA Developers- এর তরফে প্রথম এই তথ্য জানা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা গিয়েছে, মোটরোলার এই স্মার্টফোন মিড-রেঞ্জ ডিভাইস হতে চলেছে।
২। এই ফোনে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রিফ্রেশ রেট 120Hz। এই মডেলের নাম হতে পারে মোট জি৬০। তবে AMOLED ডিসপ্লে থাকবে নাকি LCD ডিসপ্লে, সে ব্যাপারে নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে সেলফি ক্যামেরার জন্য থাকবে একটি পাঞ্চহোল কাটআউট।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হল গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন দু’টি মডেল, জেনে নিন স্যামসাংয়ের এই দুই ফোনের দাম কত
৩। এই ফোনে থাকবে অ্যানড্রয়েড ১১ ভার্সান। প্রাথমিক ভাবে ল্যাটিন আমেরিকা এবং ইউরোপে লঞ্চ হবে এই ফোন। থাকতে পারে ৬জিবি র্যাম। অনুমান করা হচ্ছে, একাধিক ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই মডেল।
৪। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকছে চমক। জানা গিয়েছে, Samsung ISOCELL HM2 প্রাইমারি সেনসরের পাশাপাশি ১৬ মেগাপিক্সেলের OV16A1Q সেনসর এবং ২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন এবং ম্যাক্রো সেনসর থাকবে। আর ফ্রন্টে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৫। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও অন্যান্য ভ্যারিয়েন্টের মডেলের ক্ষেত্রে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর থাকতে পারে। সেক্ষেত্রে ৩২ মেগাপিক্সলের সেলফি ক্যামেরার পরিবর্তে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও এই ফোনগুলিতে থাকতে পারে new document mode, low light AI, smudge detection, dual capture video— এই সমস্ত ফিচার।
৬। এই ফোনের ব্যাটারি হতে পারে 6000mAh। সেই সঙ্গে থাকতে পারবে ফাস্ট চার্জিং সাপোর্ট। Federal Communications Commission (FCC) এবং Bureau of Indian Standards (BIS)- এর ছাড়পত্র পেলে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে মোটোরোলার এই অত্যাধুনিক স্মার্টফোন।