মঙ্গলের বুকে ৭০ মিটার ঘুরে ফেলছে নাসার রোভার পারসিভের‍্যান্স, দেখুন ছবি

Sohini chakrabarty |

Mar 09, 2021 | 7:58 PM

২০২০ সালের ৩০ জুলাই আমেরিকার ফ্লোরিডার কেপ কানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে থেকে অ্যাটলাস ফাইভ লঞ্চ ভেহিকেলে মঙ্গলে পাড়ি দেয় ‘পারসিভের‍্যান্স’। ৬ মাস ১৮ দিন পর সেই ‘পারসিভের‍্যান্স’ নামেছে মঙ্গলের মাটিতে।

মঙ্গলের বুকে ৭০ মিটার ঘুরে ফেলছে নাসার রোভার পারসিভের‍্যান্স, দেখুন ছবি
আগামী কয়েক সপ্তাহে রোভার পারসিভ্যারেন্সের 'হেলথ চেকআপ' চলবে।

Follow Us

মঙ্গল গ্রহের বুকে জোরকদমে চলছে নাসার রোভার পারসিভের‍্যান্সের অভিযান। জনসাধারণের জন্য নিয়মিত টুইটে আপডেটও দিচ্ছে নাসা। সম্প্রতি তাদের দু’টি টুইট থেকে রোভার পারসিভের‍্যান্সের বর্তমান অবস্থান এবং কার্যকলাপ সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে।

একটি ছবিতে, লাল গ্রহের পৃষ্ঠদেশে স্পষ্ট ভাবে দেখা গিয়েছে রোভারের চাকার দাগ। ওই ছবি শেয়ার করে টুইটে বলা হয়েছে, আপাতত মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে ঘুরছে রোভার পারসিভের‍্যান্স। এমন একটি জায়গার খোঁজ করছে যেখানে মার্স হেলিকপ্টার ড্রপ করা যায়। এই জায়গাকে বলা হয় ফ্লাইট জোন। এখনও পর্যন্ত ২৩০ ফুট অর্থাৎ ৭০ মিটার ঘুরে ফেলেছে রোভার।

আর একটি টুইটে দেখা গিয়েছে, রোভারে থাকা রোবোটিক আর্মগুলো নড়িয়ে-চড়িয়ে দেখে নেওয়া হচ্ছে যে সমস্ত টুল বা যন্ত্রাংশ ঠিক রয়েছে কিনা। আগামী কয়েক সপ্তাহে রোভার পারসিভের‍্যান্সের ‘হেলথ চেকআপ’ চলবে। এরপর ওই হেলিকপ্টার ড্রপ করবে রোভার। তারপর শুরু হবে হেলিকপ্টারের ডেমো ফ্লাইট বা উড়ান।

অনেকদিন ধরেই মঙ্গলগ্রহে প্রাণ ও জলের হদিশ চালাচ্ছিল নাসা। সেই জন্যই পাঠানো হয়েছে এই রোভার।এই অভিযানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রোভারের ল্যান্ডিং বা নিখুঁত অবতরণ হওয়া। কারণ মঙ্গল পৃষ্ঠে সঠিকভাবে রোভার অবতরণ করলে তবেই স্যাম্পেল সংগ্রহ করা সম্ভব হবে। রোভারের নিখুঁত অবতরণ এবং সঠিকভাবে স্যাম্পেল সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসা, এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে, তবেই সফল হবে অভিযান। ২০২০ সালের ৩০ জুলাই আমেরিকার ফ্লোরিডার কেপ কানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে থেকে অ্যাটলাস ফাইভ লঞ্চ ভেহিকেলে মঙ্গলে পাড়ি দেয় ‘পারসিভের‍্যান্স’। ৬ মাস ১৮ দিন পর সেই ‘পারসিভের‍্যান্স’ নামেছে মঙ্গলের মাটিতে।

Next Article