AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Netflix Price Cuts: কমানো হচ্ছে প্ল্যানের দাম, 20 লক্ষ ইউজার ইন্সটল করবে Netflix, সুযোগ হাতছাড়া করবেন না

Netflix Price Cut: বর্তমানে সংস্থাটি দাবি করেছে, 'Ad Supportive Plan'-টি চালু করার পরে, সংস্থাটিতে প্রায় 20 লক্ষ নতুন গ্রাহক যুক্ত হতে পারে। ভারতে দাম কমিয়ে আরও বেশি পরিমানে গ্রাহক আনা যায় কি না সেই বিষয়েই ভাবছে সংস্থাটি।

Netflix Price Cuts: কমানো হচ্ছে প্ল্যানের দাম, 20 লক্ষ ইউজার ইন্সটল করবে Netflix, সুযোগ হাতছাড়া করবেন না
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 4:27 PM
Share

Netflix Ad Supportive Plan: জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্ম হল Netflix। আর সংস্থাটি তাদের সাবস্ক্রাইবারের সংখ্য়া বাড়ানোর তাগিদে একের পর এক নতুন ফিচার নিয়ে আসে। ‘Ad Supportive Plan’ চালু করার আগে সংস্থাটি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি 2022-এর মাঝামাঝি সময় 200,000 গ্রাহক হারিয়েছিল। 2022 সালের দ্বিতীয়ার্ধে গ্রাহকের পরিমাণ বৃদ্ধির পর হঠাৎ করেই আবার কমে যায়। তবে বর্তমানে সংস্থাটি দাবি করেছে, ‘Ad Supportive Plan’-টি চালু করার পরে, সংস্থাটিতে প্রায় 20 লক্ষ নতুন গ্রাহক যুক্ত হয়েছে। আর বেশ কিছুদিন আগেই কোম্পানিটি তাদের প্ল্যানের দামও কমিয়েছিল। আর তারপরে আরও নতুন গ্রাহক এসেছে কি না সেই সম্পর্কেও একটি তথ্য় দিয়েছে কোম্পানিটি।

তার আগে জেনে নেওয়া যাক, কোম্পানিটি সম্প্রতি পাসওয়ার্ড শেয়ারিং নিষিদ্ধ করেছে। অর্থাৎ এখন শুধুমাত্র একটি ডিভাইস বা মোবাইল দিয়ে নেটফ্লিক্সে লগইন করা যাবে। এখনও পর্যন্ত কেউ যদি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে থাকে, তবে সে চার থেকে পাঁচজনের সঙ্গে ভাগ করতে পারে। অর্থাৎ, চার-পাঁচ জন একসঙ্গে নেটফ্লিক্সের একটি সাবস্ক্রিপশনের সুবিধা নিতে পারে। তবে বেশ কয়েকদিন হল এই সুবিধা বন্ধ করে দিয়েছে নেটফ্লিক্স। এর কারণ কী? কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি? তারা এর কারণ জানিয়েছে, 1 কোটিরও বেশি মানুষ টাকা না দিয়েই এই পরিষেবা উপভোগ করতে পারছিলেন। সেটিকে বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

Refinitiv 16 গবেষকের মতে, Netflix-এ চলতি বছরে এপ্রিল-জুনের মধ্যে 34 লাখ গ্রাহক যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই ভারতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য বাজারে তার সাবস্ক্রিপশন প্ল্যানের দাম কমিয়েছে। ভারতেও দাম কমিয়ে আরও বেশি পরিমানে গ্রাহক আনা যায় কি না সেই বিষয়েই ভাবছে সংস্থাটি।

নতুন ‘Ad Supportive Plan’-এর দাম কত?

কোম্পানির মতে, Netflix-এর এই নতুন ‘Ad Supportive’ প্ল্যানটি বর্তমানে 12টি দেশে লঞ্চ করা হয়েছে। এই দেশগুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্ল্যানের খরচ হল মার্কিন যুক্তরাষ্ট্রে $6.99, যা ভারতীয় মুদ্রায় প্রায় 575 টাকা। ভারতে Netflix এখনও এমন কোনও পরিকল্পনা ঘোষণা করেনি। বর্তমানে, Netflix-এর ভারতে 500 টাকায় বেসিকের চেয়ে ভাল স্ট্যান্ডার্ড প্ল্যান রয়েছে।