অন্যের অ্যাকাউন্ট থেকে নেটফ্লিক্স দেখেন? মানে বন্ধু বা আত্মীয়স্বজনের লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নেটফ্লিক্স খোলেন এবং নিজের কোনও অ্যাকাউন্ট নেই— এবার এ ধরণের ইউজারদের সুখের দিন শেষ হতে চলেছে। কারণ পাসওয়ার্ড শেয়ারিং অপশনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আনতে চলেছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ।
শোনা গিয়েছে, মূল অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে থাকলে তবেই আপনি পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন। অর্থাৎ বিষয়টা এরকম যে, যাঁরা আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আপনি নেটফ্লিক্স অ্যাকসেস করেন আপনাকে তাঁর সঙ্গে থাকতে হবে। সম্প্রতি বেশ কিছু নেটফ্লিক্স ইউজারের কাছে এমনই বার্তা পৌঁছেছে। সেই মেসেজে বলা হয়েছে, ওই ইউজার অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে রয়েছেন তা জানাতে হবে। অ্যাকাউন্টের আসল মালিকের কাছে যে ইমেল বা টেক্সট মেসেজ গিয়েছে, সেখানে বিস্তারিত বিবরণ দিতে হবে।
আরও পড়ুন- গুগল পে থেকে ট্রানজাকশন ডেটা মুছে ফেলতে পারবেন ইউজাররা, আসছে নতুন প্রাইভেসি ফিচার
ইউজাররা অবশ্য এই ভেরিফিকেশন প্রসেস দেরি করেও করতে পারেন। সেক্ষেত্রে নেটফ্লিক্স অ্যাপ খুললে নতুন করে ফিরে আসবে এই ভেরিফিকেশন মেসেজ। তবে আগামী দিনে নেটফ্লিক্সের স্ট্রিমিং চালু রাখতে ইউজারদের নিজস্ব অ্যাকাউন্ট খুলতেই হবে। নেটফ্লিক্সের এক মুখপাত্র জানিয়েছেন, যিনি নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহার করছেন, তিনিই যে ওই অ্যাকাউন্টের অথরাইজড হোল্ডার, সেটা জানতেই নতুন এই ফিচার চালুর কথা ভেবেছেন কর্তৃপক্ষ।
আপাতত সামান্য কিছু ইউজারের ক্ষেত্রে এই ভেরিফিকেশন পদ্ধতি চালু হয়েছে। আগামী দিনে বৃহৎ পরিসরে নেটফ্লিক্সের এই ফিচার চালু হবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। তবে একটা বিষয় স্পষ্ট যে, এক ছাদের তলায় না থাকলে হয়তো এবার থেকে আর অন্যের আইডি পাসওয়ার্ড দিয়ে অন্যের নেটফ্লিক্স অ্যাকাউন্ট ব্যবহার করে সিনেমা-সিরিজ দেখা সম্ভব হবে না।