AI মডেল Sora-কে সামনে আনল OpenAI, স্রেফ শব্দ বুঝেই বানিয়ে দেব ভিডিয়ো থেকে শর্টস

AI Model SORA: সংস্থার দাবি, হাইপার-রিয়ালিসটিক ভিডিয়ো বানানোর জন্য তৈরি করা হচ্ছে এই মডেলকে। এটি টেক্সট-টু-ভিডিয়ো টুল। যেখানে আপনি যেমন প্রম্পট দেবেন, তেমন ভিডিয়ো বানিয়ে দেবে। দাবি করা হচ্ছে, ভবিষ্যতে সিনেমা বানাতে পারবে ওপেনএআই সোরা।

AI মডেল Sora-কে সামনে আনল OpenAI, স্রেফ শব্দ বুঝেই বানিয়ে দেব ভিডিয়ো থেকে শর্টস
Follow Us:
| Updated on: Feb 17, 2024 | 6:45 PM

OpenAI আবারও একটি নতুন AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল আনার ঘোষণা করেছে। তার নাম রাখা হয়েছে সোরা (SORA)। এর সাহায্যে শুধু মাত্র লেখা দিয়েই একটি এক মিনিট দৈঘ্যের ভিডিয়ো বানিয়ে ফেলা যাবে। অর্থাৎ আপনি ভিডিয়োতে যা যা রাখতে চান, তা শুধু টেক্সট হিসেবে লিখতে হবে। তাহলেই সোরা নিজে থেকেই আপানাকে সেই ভিডিয়ো বানিয়ে দেবে। OpenAI এই মুহূর্তে জানিয়েছে যে, টুলটি এখনও গবেষণা পর্যায়ে রয়েছে। তবে শুব তাড়াতাড়ি এটি আসতে চলেছে। সবাই ব্যবহার করতে পারবে।

কোম্পানির চিফ এক্সিকিউটিভ, স্যাম অল্টম্যান ইতিমধ্য়েই সোরা নিয়ে একটি পোস্ট করেছেন। তার X অ্যাকাউন্টের মাধ্যমে করা একটি পোস্টে সোরার সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে তিনি লিখেছেন, “আমরা আপনাকে দেখাতে চাই সোরা কী করতে পারে, আপনি যে ভিডিয়োগুলি দেখতে চান, তার জন্য কমেন্ট করুন। আমরা কিছু ভিডিয়ো তৈরি করা শুরু করব।”

টেক্সট-টু-ভিডিয়ো টুল…

সংস্থার দাবি, হাইপার-রিয়ালিসটিক ভিডিয়ো বানানোর জন্য তৈরি করা হচ্ছে এই মডেলকে। এটি টেক্সট-টু-ভিডিয়ো টুল। যেখানে আপনি যেমন প্রম্পট দেবেন, তেমন ভিডিয়ো বানিয়ে দেবে। দাবি করা হচ্ছে, ভবিষ্যতে সিনেমা বানাতে পারবে ওপেনএআই সোরা। অর্থাৎ আপনি এমনটা হতেই পারে, আপনি সিনেমার স্ক্রিপ্ট লিখে দিলেন, আর আপনার সামানে গোটা সিনেমা বানিয়ে হাজির করল সোরা।

স্যাম অল্টম্যানের এই পোস্টের উত্তর দিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন, “blue-clad magician”। সেই ক্যাপশনের প্রতিক্রিয়ায়, অল্টম্যান সোরার উপর নির্ভর করে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে একটি সাদা-দাড়িওয়ালা লোক নীল পোশাক পরে যাদু দেখাচ্ছে। অর্থাৎ এই ভিডিয়ো থেকেই বোঝা যাচ্ছে, একটা মাত্র টেক্সট দিয়েই কীভাবে গোটা ভিডিয়ো তৈরি করে দেবে সোরা। তবে সবটাই যে শুধু দক্ষতা, দুর্বলতা একেবারেই নেই। তা কিন্তু নয়। আর বেশ কিছু দুর্বলতা স্বীকার করেছে OpenAI। তবে সব ত্রুটি খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবে বলেই জানাচ্ছে সংস্থা।