একইদিনে লঞ্চ হল রিয়েলমি ‘এক্স’ সিরিজের দু’টি ফোন

Sohini chakrabarty |

Feb 04, 2021 | 8:06 PM

গতবছর সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল এই দু'টি ফোন।

একইদিনে লঞ্চ হল রিয়েলমি এক্স সিরিজের দুটি ফোন
জানা গিয়েছে, দু'টি ফোনেই রয়েছে ৫জি পরিষেবা।

Follow Us

একইদিনে ভারতে লঞ্চ হল দু’টি স্মার্টফোন। আজ, বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারি, ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি-র দু’টি নতুন ফোন। রিয়েলমি এক্স ৭ এবং রিয়েলমি এক্স ৭ প্রো। গতবছর সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল এই দু’টি ফোন। এবার ভারতের বাজারেও পাওয়া যাবে রিয়েলমির এই দুই স্মার্টফোন। জানা গিয়েছে, দু’টি ফোনেই রয়েছে ৫জি পরিষেবা। চিনে লঞ্চ হওয়ার ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হওয়া মডেলের কিছু পার্থক্য রয়েছে।

ভারতে এই দু’টি ফোনের দাম কত?

রিয়েলমি এক্স ৭-এর দুটো স্টোরেজ ভ্যারিয়েশন লঞ্চ হয়েছে ভারতে। ৬জিবি এবং ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আর ৮জিবি এবং ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। নেবুলা এবং স্পেস সিলভার এই দুই রং-এ পাওয়া যাচ্ছে রিয়েলমি এক্স ৭ এই ফোনটি।

রিয়েলমি এক্স ৭ প্রো- এই ফোনের স্টোরেজ ভ্যারিয়েশন ৮জিবি এবং ১২৮জিবি। এই মডেলের দাম ২৯,৯৯৯ টাকা, ফ্যান্টাসি এবং মিস্টিক ব্ল্যাক এই দুই রং-এ পাওয়া যাচ্ছে রিয়েলমি এক্স ৭ প্রো মডেল।

কবে কোথায় শুরু হবে সেল-অফার?

আগামী ১০ ফেব্রুয়ারি ফ্লিপকার্ট এবং রিয়েলমি-র অফিশিয়াল ওয়েবসাইট Realme.com-এ এক্স ৭ প্রো মডেলের উপর ছাড় শুরু হবে। আর ১২ ফেব্রুয়ারি অফার শুরু হবে রিয়েলমি এক্স ৭ মডেলের উপর। দু’টি ফোনের ক্ষেত্রেই দুপুর ১২টা থেকে সেল শুরু হবে। যেসব গ্রাহক ফোন কেনার জন্য আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ইএমআই পরিষেবা ব্যবহার করবেন, তাঁরা ২ হাজার টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। আর যাঁরা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই পরিষেবা ব্যবহার করবেন, তাঁরা ১৫০০ টাকা ছাড় পাবেন।

এছাড়াও এই দুই স্মার্টফোনের ক্ষেত্রে ফ্লিপকার্ট স্মার্ট আপগ্রেড এবং রিয়েলমি আপগ্রেড প্রোগ্রাম প্রযোজ্য হবে। যার ফলে রিয়েলমি এক্স ৭ সিরিজের ফোন কেনার জন্য ৭০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এর ফলে এক্স ৭ মডেলের ৬জিবি ও ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ১৩,৯৯৯ টাকা। আর ৮জিবি ও ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ১৫,৩৯৯ টাকা। বর্তমান দামের উপরেই ৭০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। অন্যদিকে রিয়েলমি এক্স ৭ প্রো মডেলের দাম হবে ২০,৯৯৯ টাকা।

Next Article